নাইক্ষ্যংছড়িতে ইট বোঝাই ট্রাক খাদে পড়ে চালক আটকে গেছে

0
210
728×90 Banner

রিমন পালিত বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দিদার আলী (৩৫) নামে এক চালক গুরুতর আহত হয়েছেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৭.৩০ এর দিকে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের আদর্শগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দিদার রামু উপজেলা সদরের তেচ্ছিপুল এলাকার মনির আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাইক্ষ্যংছড়ির বিছামারা থেকে ইট বোঝাই মিনি ট্রাকটি রামুর দিকে যাচ্ছিল। আদর্শগ্রাম এলাকার প্রথম ঢালু অতিক্রম করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে থাকা হেলপার গাড়ি থেকে নেমে যেতে পারলেও চালক দিদার ট্রাকের চাপায় আটকে পড়ে। পরে প্রত্যক্ষদর্শী স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা ও কক্সবাজারের ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘ তিন ঘন্টা উদ্ধার অভিযান চালাচ্ছিল। এই সংবাদ লিখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) চালক দিদারকে উদ্ধারে ফায়ার সার্ভিসের লোকজন তৎপরতা চালাচ্ছিল। ফায়ার সার্ভিসের টিম লিডার মো: সাজ্জাত হোছাইন চৌধুরী জানান- খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে এসেছেন। চালক দিদারকে জীবিত উদ্ধার করতে ফায়ার সার্ভিস আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল এসেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here