নারীর অধিকার নিশ্চিত করণ ও নির্যাতন প্রতিরোধে সরকারের পদক্ষেপ নিতে হবে

0
36
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্যাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বাংলাদেশে পলিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এবারের প্রতিপাদ্য “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন”।
তারই ধারাবাহিকতায় সোমবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর শ্যামলী পার্ক মাঠে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে ও গ্লোবাল ফান্ড/সেভ দি চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ বাস্তবায়িত ‘কমপ্রিহেনসিভ এইচআইভি প্রিভেনশন প্রোগ্রাম ফর ফিমেল সেক্স ওয়ার্কারস এন্ড দেয়ার ক্লাইন্টস’ ইন্টারভেনশনের অর্থায়নে এবং ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ সেক্টরের বিভিন্ন প্রকল্প ও আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের সহায়তায় দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় আলোচকরা নারীর অধিকার নিশ্চিত করণ ও নির্যাতন প্রতিরোধে সরকারের পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো: আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনএইডস’র কান্ট্রি ডিরেক্টর ডা: সায়মা খান, ডিএনসিসির ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদ হাসান নুর (রাষ্টন)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।
এসময় বক্তারা বলেন, সকলকে নারীদের নিয়ে কাজ করতে হবে। নারীদেরকে প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনে নিয়োজিত করতে হবে। কারণ তাদের আয়ের উৎস বাড়াতে হলে তাদেরকে ডিজিটাল মাত্রায় যোগ করতে হবে। মাদকাসক্ত থেকে নারী-পুরুষ সকলকেই দুরে থাকতে হবে। নারীদের উদ্দেশ্যে বক্তারা আরোও বলেন, নারীদের অগ্রাধিকার সব জায়গায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে নারীদের নতুন নতান উদ্ভাবনের সাথে এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার নারীদের কর্মক্ষেত্রে গুরুত্ব দেয়। কাজেই নারীদের এখন আর বসে থাকার কোন সুযোগ নেই।
অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সেভ দি চিলড্রেন ইন বাংলাদেশের এইচআইভি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার সেলিমা সুলতানা, পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনালের সূখী জীবন প্রকল্পের অ্যাডলোসেন্ট ম্যানেজার সোহরাব হোসেন, সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক বাংলাদেশের সভাপতি আলেয়া অক্তার লিলি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here