নিউইয়র্কে শুরু হয়েছে বাংলা বইমেলা

0
79
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত পাঁচ দিনব্যাপী ৩০তম ‘নিউইয়র্ক বাংলা বইমেলা’ শুরু হয়েছে। প্রবাসেও বিশুদ্ধ ভাষা ও সংস্কৃতি চর্চার স্লোগানে গত বৃহস্পতিবার সন্ধ্যায় খ্যাতনামা কবি আসাদ চৌধুরী কানাডা থেকে প্রদত্ত ভিডিও বার্তায় এর উদ্বোধন করেন।
‘বই আমার শক্তি, বই আমার মুক্তি’ স্লোগানের মেলার উদ্বোধনী অনুষ্ঠান হয় লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে। মেলা কমিটির আহ্বায়ক একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন্নবী তাঁর স্বাগত বক্তব্যে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ সময় জাতির জনক ও মুক্তিযুদ্ধে সব শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ‘গৌরবের ৫০ বছর’ শীর্ষক আলোচনায় রাষ্ট্রদূত ছাড়াও খ্যাতনামা লেখক-সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব অংশ নেন। এ সময় ‘মুক্তধারা/জেএফবি সাহিত্য পুরস্কার’ ঘোষণা করেন মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম ফারুক ভূইয়া। এটি পেয়েছেন খ্যাতনামা কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। করোনার কারণে উপস্থিত হতে না পারায় তিনি অনলাইনে শুভেচ্ছা দিয়েছেন বইমেলার সবাইকে। উদ্বোধনী পর্বে আরও ছিলেন বইমেলার সাবেক আহ্বায়ক ড. জিয়াউদ্দিন আহমেদ, নাসিমুন ওয়াহেদ নিনি ও ফেরদৌস সাজেদীন, জাতিসংঘের উন্নয়ন গবেষণা সেলের প্রধান ড. নজরুল ইসলাম, কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান, মুক্তধারা ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা গোলাম ফারুক ভূইয়া, ডা. ফাতেমা আহমেদ, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর, কবি ফারুক হোসেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, প্রকাশক জসিম উদ্দীন, লেখক-প্রকাশক হুমায়ূন কবীর ঢালী, কবি ও প্রকাশক জাফর আহমেদ রাশেদ, সন্দেশ প্রকাশনার পরিচালক সাইফুর রহমান চৌধুরী, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সংস্থার নির্বাহী মনিরুল হক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রাক্তন সভাপতি আলমগীর শিকদার লোটন প্রমুখ। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ সংগীতানুষ্ঠানে অংশ নেন নবনীতা চৌধুরী। স্মৃতিময় একাত্তর পর্বে মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন তিন কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান এবং কাদেরি কিবরিয়া। ‘বইমেলার ৩০ বছর’ স্মারক অনুষ্ঠানে অংশ নেন সাবিহা পারভিন, নিনি ওয়াহেদ, হারুন আলী এবং জিয়াউদ্দিন আহমেদ। বইমেলার অনুষ্ঠান বাকি চার দিন হবে জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে। সেখানে কবিতার আসর, কবি-সাহিত্যিকদের আড্ডা বসবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here