নিখোঁজ ফটোসাংবাদিক কাজলের সন্ধান দাবিতে ডিইউজের মানববন্ধন

0
213
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের অবিলম্বে সন্ধান প্রদানের দাবি করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের(ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২০) জাতীয় প্রেসক্লাবের সামনে ডিইউজে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তিনি। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ডিইউজের সহ-সভাপতি এম এ কুদ্দুস। সংগঠনের যুগ্ম সম্পাদক খায়রুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তারা সাংবাদিক কাজলের দ্রুত সন্ধান ও সুস্থভাবে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, গণমাধ্যমবান্ধব বর্তমান সরকারের আমলে সাংবাদিক নিখোঁজ বা হয়রানির ঘটনা মেনে নেয়া যায়না। কোন কোন মহল সরকারকে বিপদে ফেলতে বা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এই হীন অপকর্ম করেছে। যা স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থি। একই সাথে তিনি বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলা ও সাংবাদিকদের সুরক্ষায় গণমাধ্যম মালিকদের প্রতিষ্ঠান অ্যাটকো এবং নোয়াব নেতৃবৃন্দের প্রতি বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি সাংবাদিকদের করনোভাইরাসের সংক্রমনমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, নিখোঁজ সাংবাদিক কাজলের ছেলে মনোরম পলক, বিএফইউজেরযুগ্ম মহাসচিব আবদুল মজিদ, সাবেক যুগ্ন মহাসচিব পুলক ঘটক, ডিইউজের প্রচার সম্পাদক আছাদুজ্জামান, জনকল্যান সম্পাদক সোহেলী চৌধুরী, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আল মামুন, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা, ডিইউজের সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন, দৈনিক জনতার ডেপুটি ইউনিট চিফ জাহাঙ্গীর খান বাবু, ডিইউজে সদস্য শাহজাহান সাজু, পলি খান প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here