নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যেরউর্ধ্বগতি ও অসাধু ব্যবসায়ীদের সকল সিন্ডিকেট ভেঙ্গে দাও

0
116
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে “রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠন ও সংবিধান ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন” অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও পিডিপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান বলেন, “নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ কর। অসাধু ব্যবসায়ীদের সকল সিন্ডিকেট ভেঙ্গে দাও।”
বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “রাজপথে আন্দোলনরত সকল রাজনৈতিক দল, বুদ্ধিজীবী সকল রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক ও সামাজিক সংগঠনের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করো।”
সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম বলেন, “নির্বাহী বিভাগ থেকে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীন করো।”
সোস্যাল ডেমোক্রেটিক পার্টি এর আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, “২০২০—২১ অর্থবছরে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬.৮৮ শতাংশ। নিম্ন আয়ের সাধারণ মানুষ সাধারণ মানুষকে মারার আরেক নাম দ্রব্যমূল্যের উর্ধ্বগতি।”
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কমরেড বিধান দাস সহ গণতান্ত্রিক বাম ঐক্যের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here