নেই কোলাহল নেই প্রাণ : মহানগর যেন মহাশ্মশান

0
170
728×90 Banner

মোহাম্মদ আলম : ফার্মগেট, গুলিস্তান বা নিউমার্কেট সবখানে কেমন সুনসান নিরবতা। বসুন্ধরা শপিং মলের সামনে যেতে মনে হলো কবে কোনকালে এখানে মানুষের পদচারণা পরেছে। অথচ মাত্র দু’দিন আগেইতো ছিলো কোলাহলময়। মহাখালি রেল ক্রসিং বা বনানীতে একদম ফাঁকা। হঠাৎ বিদ্যুৎ ঝলকের মত পড়িমড়ি ছুটছে দু একটি গাড়ি বা মোটরবাইক। করোনাকালের মহানগর ঢাকার চিত্র এটি। কোথাও কেউ নেই! এ কথাও বলছি না। আছে! অকুতভয় পুলিশ। মানুষকে নিরাপদে ঘরে রাখতে মোড়ে মোড়ে চেকপোষ্টে পুলিশ। এই চেকপোষ্ট করোনা প্রতিরোধের। বাংলাদেশ পুলিশ কঠোর প্রতিরোধে করোনা সংক্রমণ ঠেকাচ্ছে।
এই রাজধানীর অট্রালিকাগুলো গায়ে গা ঠেসা। চার দেয়ালের মাঝে কত কি ঘটছে। কে কার খবর রাখে। অথবা ঝকঝকে রাজপথেও নেই আশা নিরাশার পদচিহ্ন। হাসপাতাল গুলোর চার দেয়ালের মাঝে লক্ষাধিক করোনাক্রান্ত রোগী মৃত্যুর প্রহর গুনে। সৌভাগ্যবান যারা আবার হয়ত এই পথেই হেটে ঘরে ফিরবে। একটি মহামারির ভয়াবহতা মৃত্যু বা বেঁচে থাকার হিসাবে বুঝানো যাবে না। একটি কোলাহলময় নগরের মহশ্মশান নিস্তব্ধতা দেখলে এর কিছুটা হৃদয়ঙ্গম হবে।
সম্মুখযোদ্ধা হিসাবে অবাধ চলাচলের স্বীকৃতি রয়েছে। টঙ্গী থেকে স্ত্রীকে নিয়ে রওনা হলাম রাজধানীর গ্রীন রোডে। কয়েকদিন যাবৎই স্ত্রীর বড় আপা গ্রীন রোড নিউ লাইফ হাসপাতালে আইসিইউতে মুত্যুর সাথে লড়াই করছেন। গতরাতে খবর এসেছে লাইফ সার্পোটে রাখা হয়েছে। মোটরবাইকে যেতে যেতে কত কি মানে আসে। আমিও তো প্রথম ঢেউএ আক্রান্ত ছিলাম। ঘরে বসে বুঝা যায় করোনাকালের গভির ক্ষত। করোনা মহাবিনাশী ক্ষমতা। পৃথিবীকে এক লহমায় থমকে দিয়েছে।
মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভুমিকা সর্ব্বোচ্চ প্রশংসার দাবিদার। নিজেদের জীবন বিপন্ন করে মানুষকে সর্তক করার মাধ্যমে কাজ করছে। টঙ্গী স্টেশন রোডএ প্রথম পুলিশ চেকপোষ্ট। তারপর আব্দুল্লাহপুর, এয়ারপোর্ট, বনানী কবরস্থান, বনানী, জাহাঙ্গীর গেট, বিজয় স্মরণী, ফার্মগেট, বসুন্ধরার সামনে, গ্রীন রোড মোড় সবখানে পুলিশ চেকপোষ্ট। করোনামহামারিকালের পুলিশ অনন্য। পুলিশ সেবার দৃষ্টান্ত।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here