নড়াইলে করোনা উপসর্গে ডাক্তার ইয়ানুর হোসেনের মৃত্যু

0
130
728×90 Banner

নড়াইল প্রতিনিধি: জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে নড়াইলের মেডিকেল অফিসার ডাক্তার ইয়ানুর হোসেন (৩৭) মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নড়াইল সদর উপজেলার গোবরা উপস্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মশিউর রহমান বাবু জানান, বৃহস্পতিবার দুপুরে ইয়ানুর হোসেন শাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। অবস্থা অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়ানুর হোসেনর গ্রামের বাড়ি সদর উপজেলার আউড়িয়ায়। তিনি নড়াইল শহরের মাছিমদিয়ায় স্ত্রী এবং প্রায় চার বছরের ছেলে সন্তান মাহামুদুল হাসানকে নিয়ে বসবাস করতেন। শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে নড়াইল পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here