নড়াইলে চালের ডিলারকে দু’মাসের জেল ও ১০হাজার টাকা জরিমানা

0
121
728×90 Banner

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শাহবাদ ইউনিয়নের বিষ্ণুপুরে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০টাকা কেজি দরের চাল ওজনে কম দেয়ার অপরাধে ডিলার আসাদুজ্জামানকে সোমবার দু’মাসের জেল ও ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আসাদুজ্জামানের ডিলারশীপও বাতিল করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শাহাবাদ ইউনিয়নের ডিলার আসাদুজ্জামান ১০টাকা কেজি দরের চাল ওজনে কম দিয়ে প্রতিজনকে ৩০ কেজির স্থলে ২৬ কেজি করে প্রদান করে আসছিলেন। ওজনে কম দেয়ার বিষয়টি স্থানীয় লোকজন প্রশাসনকে অবহিত করেন। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কমলেশ মজুমদার ঘটনাস্থলে উপস্থিত হন। প্রতিজনকে ওজনে ৪ কেজি করে চাল কম দেয়ার অপরাধে ডিলার আসাদুজ্জামানকে দু’মাসের জেল ও ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয় জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল হাসান জানান, ‘হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চাল ওজনে কম দেয়ার অপরাধে আসাদুজ্জামানের ডিলারশীপ বাতিল করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here