নড়াইলে ছাত্রীকে উত্যক্ত করায় কলেজ ছাত্র আটক

0
146
728×90 Banner

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রীর (১৯) ফেইসবুক ম্যাসেঞ্জারে উত্যক্ত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি প্রকাশ করার হুমকি দেয়ার অভিযোগে কলেজ ছাত্র আরিফুজ্জামান সজলকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। সহকারী পুলিশ সুপার রায়হান উদ্দিন মোরাদের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহযোগিতায় যশোরের আইটি পার্ক এলাকা থেকে তাকে আটক করে। সে নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামের রেদওয়ানুর রহমানের ছেলে। সজল যশোর ক্যান্টনমেন্ট কলেজে ব্যবস্থাপনা বিষয়ে দ্বিতীয় বর্ষে ছাত্র।তার বিরুদ্ধে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।পুলিশ সুপার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জানান, প্রেম প্রস্তাবে সাড়া না দেয়ায় নড়াইল শহরের ভওয়াখালীর বাসিন্দা ভিক্টোরিয়া কলেজের এক ছাত্রীর ফেইসবুক ম্যাসেঞ্জারে বিভিন্ন সময়ে নিজ হাতে আঁকা ছাত্রীর ছবি প্রদর্শনীসহ খারাপ মন্তব্য করে সজল। একপর্যায়ে অশ্লীল ছবিতে ওই ছাত্রীর মুখের ছবি লাগিয়ে ফেসবুকে প্রকাশ করারও হুমকি দেয় সজল। তার আচরণে বিরক্ত হয়ে ভুক্তভোগী ছাত্রী নড়াইল ভলান্টিয়ার্সের ‘সাইবার টীনজ এর ওয়েব সাইটে’ অভিযোগ করে। সাইবার টীনজ থেকে ছাত্রীর অভিযোগটি নড়াইলের পুলিশ সুপারকে অবগত করা হয়। এরপর ডিবি পুলিশ ও সাইবার টীনজের যৌথ প্রচেষ্টায় যশোর থেকে সজলকে আটক করা সম্ভব হয়। নড়াইল ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমান সাকিব জানান,‘নড়াইলের কিশোর ও কিশোরীরা যদি ইন্টারনেটে কোন হয়রানীর শিকার হয় তাহলে জেলা পুলিশ এবং সাইবার টীনজ সবসময় তাদের পাশে থাকবে। কিছুদিনের মধ্যেই সাইবার টীনজের এ্যাপ গুগল পে¬ ষ্টোরে প্রকাশ করা হবে।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here