নড়াইলে সর্বহারা পরিচয়ে ২৩শিক্ষকের নিকট ৪৬ লাখ টাকা চাঁদা দাবি

0
159
728×90 Banner

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ এবং নড়াইল সরকারি মহিলা কলেজের ২৩ শিক্ষকের নিকট বিপ্লবী কমিউনিস্ট পার্টি এমএল ‘জনযুদ্ধ’ ও ‘সর্বহারা’ পরিচয়ে ৪৬ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে পরিবারের সদস্যসহ শিক্ষকদের হত্যার হুমকিও দেয়া হয়েছে। গত ২দিন ধরে বিভিন্ন সময়ে জনযুদ্ধের আঞ্চলিক কমান্ডার ‘হাতকাটা বিপ্লব’ পরিচয়ে শিক্ষকদের মোবাইল ফোনে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় ওই দু’টি কলেজের শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান এম আব্দুর রহিমসহ এ বিভাগের অপর শিক্ষক আবুল হাসনাত খান, অর্থনীতি বিভাগের এহসানুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরফদার সাজ্জাদ হোসেন টিপু ও প্রসেনজিৎ দাস, উদ্ভিদবিদ্যা বিভাগের শিমুল কুমার ভক্ত,রসায়ন বিভাগের হাসানুজ্জামান এবং সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পীযুষ কুমার দাশ,দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এসএম নজরুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রভাষক বিশ্বজিৎ বিশ্বাস,ইতিহাস বিভাগের কাজী ওবায়দুল­াহ ও গণিত বিভাগের অশোক কুমার মজুমদারসহ ২৩ শিক্ষকের নিকট জনযুদ্ধ ও সর্বহারা পরিচয়ে দুই লাখ টাকা করে ৪৬লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। ওই টাকা বিকাশ নম্বরে দিতে বলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করলে মোবাইল ফোনে শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং হত্যার হুমকি দেয়া হয়। এ বিষয় ভিক্টোরিয়া কলেজের প্রভাষক তরফদার সাজ্জাদ হোসেন টিপু জানান,‘ কলেজে অবস্থানকালে ০১৯৪৭-৯০৮৯৯৮ নম্বর থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোনে কল করে টাকা দাবিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেয়। একই প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন,‘বিষয়টি শিক্ষকদের মাধ্যমে অবগত হয়েছি। তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তদন্ত চলছে । দোষীদের দ্রæত আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here