নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

0
172
728×90 Banner

নড়াইল প্রতিনিধি: নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি-বিন-মর্তুজাসহ জেলা আ’লীগের নেতৃবৃন্দ। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবসটি সংক্ষিপ্ত আকারে পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে দিবসটি পালন উপলক্ষ্যে শহরের পুরাতন বাস র্টামিনাল এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু মুর‌্যালে পুস্প স্তবক অর্পণ করেন এমপি মাশরাফি-বিন মর্তুজাসহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজলা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পণ করেন। পরে বঙ্গবন্ধু চত্বরে এমপি মাশরাফি-বিন-মর্তুজা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাসসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here