রাজধানীতে জাল শিক্ষা সনদ তৈরী চক্রের মূল হোতা গ্রেফতার

0
320
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীতে জাল শিক্ষা সনদ তৈরী সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতা কুমদ কর্মকার ওরফে জয় (৩১ কে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব-৩) এর একটি দল। এসময় র‌্যাব সদস্যরা তল্লাশী চালিয়ে বিপুল পরিমান ভুয়া রেজিষ্ট্রেশন কার্ড, ভিজিটিং কার্ড, এসএসসি ও এইচএসসি পরীক্ষারসহ বিভিন্ন পরীক্ষার ভুয়া সার্টিফিকেট এবং অন্যান্য মালামাল জব্দ করেছে।
সোমবার বিকেলে রাজধানীর ওয়ারী থানার ইত্তেফাক মোড়স্থ মোতালেব ম্যানসন এর ৫ম তলায়, রুম নং ৫১২ গোপনে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আজ মঙ্গলবার র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) এবিএম ফাইজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার বিকেল সোয়া ৫টার দিকে র‌্যাব-৩ এর একটি দল রাজধানীর ওয়ারী থানার ইত্তেফাক মোড়স্থ মোতালেব ম্যানসন এর ৫ম তলায়, রুম নং ৫১২ ঘঝচচঊঈ নামে একটি কোচিং সেন্টারে গোপনে অভিযান চালায়। এসময় উক্ত প্রতিষ্ঠানের মালিক কুমদ কর্মকার ওরফে জয় (৩১)কে আটক করে। জয়ের পিতার নাম নির্মল কর্মকার, জেলা-নোয়াখালী। পরে র‌্যাব সদস্যরা তার অফিসে তল্লাশী চালিয়ে ৩ টি লিফলেট, মানি রিসিট বহি ৫৫টি শিক্ষার্থী কার্ড , বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২য় বর্ষের কোর্সের তথ্য কার্ড মোট ৪৮ টি, ৫টি বিভিন্ন ধরনের সার্টিফিকেট, ব্যাংক রশিদ বই ১ টি, বিভিন্ন নামের ঐঝঈ অফসরঃ ঈধৎফ মোট ৩০ টি, ১০। ঘঝচচঊঈ এর চৎরাধঃব ঠবৎংরঃু অফসরংংরড়হ চুক্তিনামা ফরম ১৫ টি, সূচিপত্র বাংলা দ্বিতীয় পত্র ৫ সেট, এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ভর্তি তথ্য বিবরণী ২০২০ মোট ৩ পাতা, এক্সক্লুসিভ সাজেশন ফর এইচ.এস.সি এক্সাম উইম এনসার মোট ৭ পাতা, ভিজিটিং কার্ড মোট ৫০ টি, প্রাইমারি মাধ্যমিক, মাদ্রাসা ও বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র রয়েছে।
র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফাইজুল ইসলাম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যেকোন বছরের অনার্স, মাস্টার্স, ডিগ্রী পাশের সার্টিফিকেট, সকল বোর্ডের এসএসসি ও এইচএসসি পাশের সার্টিফিকেট উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট এবং সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রতিষ্ঠানে ভর্তির ২/৩ মাসের মধ্যে সরবরাহ করতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত প্রতারক জয় র‌্যাবকে জানান যে, সে দীর্ঘদিন যাবৎ কোচিং বানিজ্যের আড়ালে গ্রামের সহজ সরল সল্প শিক্ষিত ছাত্র/ছাত্রীদের টার্গেট করে তাদের সরলতার সুযোগ নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে তাদের বানোয়াট/জাল শিক্ষা সনদ প্রদান করে আসছিল। যা আসল সনদ বলে সরবরাহ করতেন। ধৃত প্রতারকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here