নড়াইলে পুলিশ লাইনে মাঠে প্যারেডে সালাম ও গ্রহণ পরিদর্শন করলেন: সদর সার্কেল!!

0
197
728×90 Banner

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল পুলিশ লাইনে মাঠে ফোর্সদের মাসিক কিড প্যারেড সকাল ১০ ঘটিকায় পুলিশ লাইন প্যারেড ময়দানে মাসিক প্যারেডের আযয়োজন করে নড়াইল জেলা পুলিশ ! নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সরকারি কাজে বাইরে থাকায় সালাম গ্রহণ ও কিড প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল নড়াইল) শেখ ইমরান , অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলে কমরত পুলিশের সকল ইউনিটের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। সদর সার্কেল শেখ ইমরান মাসিক কিড প্যারেডে সালাম ও গ্রহণ পরিদর্শন শেষে ফোর্সদের উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু এ কথা পুথিতে নয় কাজেই প্রমাণ করতে হবে। ভালো কাজে পুরস্কার, খারাপ কাজে তিরস্কার-এ মর্মবাণী পুলিশের প্রতিটি কার্যক্রমে বহাল থাকবে। সেই সাথে যারা উক্ত অনুষ্ঠানে ভালো পোশাক-পরিচ্ছদ পরিধান করে অংশগ্রহণ করেন তাদেরকে পুরস্কৃত করেন। এছাড়াও যারা ইয়বার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। সকলকে, ইয়বা, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহŸান জানান। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here