গাসিক মেয়র-কাউন্সিলর আর কত প্রাণ ঝরলে জলাবদ্ধতা ও রাস্তাঘাট সংস্কার হবে!!

0
709
728×90 Banner

পূর্ব -আরিচপুর মদিনা পাড়ায় পানিবদ্ধতার কারনে মৃত দেহটি বাড়িতে আনতে পারেনি

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মেয়র-কাউন্সিলর আসে / মেয়র-কাউন্সিলর যায়, এলাকার উন্নয়ন হয়না। নির্বাচিত হয় প্রতিবারই তারা এলাকাবাসীকে প্রতিশ্রুতি দেয় জলাবদ্ধতা ও রাস্তাঘাট সংস্কার করবে । বাস্তবতায় এলাকায় উন্নয়নের কোন ছোয়া নেই। গাজীপুর সিটি করপোরেশনের ৪৫ নং ওয়ার্ডে পর পর দ্বিতীয়বার নির্বাচিত কাউন্সিলর শাহালম রিপন তিনিও প্রতিবার নির্বচনের পূর্বে প্রতিশ্রুতি দেন জলাবদ্ধতা ও রাস্তাঘাট সংস্কার সহ এলাকার উন্নয়নের, নির্বচনের পর এলাকায় এসে আর খবর নেন না।

আজ সোমবার পূর্ব আরিচপুর মদিনা পাড়ার ডেকোরেটর ব্যবসায়ী বাবু্চি মো:হেলাল উদ্দিনের ছেলে রায়হান (২৪) রাত্র ২.৩০মি: বিদুৎপৃষ্ঠ হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি হে ওয়া ইন্না লিল্লাহ হির রাজিউন ——) ঘটনা ছিল রাত ২ঘটিয়ায় যখন মুষল ধারে বৃষ্টি শুরু হয় তখন মদিনা পাড়া অল্প পানিতেই তলিয়ে যায়, প্রত্যেক বাড়ীতে১/২ফুট পানি জমে ছিল (এই চিত্র গত কয়েক বছর যাবৎ) তখন এই মরহুম রায়হান ইলেকট্রিক মোটর দিয়ে নিজ বাড়িতে পানি সেচতে গিয়ে বিদুৎপৃষ্ঠ হয়ে অকালে এই ডিপ্লোমা সিভিল ইন্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষা দেয়া ছেলেটি মারা যায় । এখন সকাল ৮.০৬মি: পানিবদ্ধতার কারনে তার মৃত দেহটি তাদের বাড়িতে আনতে পারেনি! পূর্ব আরিচপুরের মদিনা পাড়ার এই জলাবদ্ধতা ও রাস্তাঘাট সংস্কারের জন্য কি কেউ দেখার নেই? এলাকাবাসীর প্রশ্ন আর কত প্রাণ ঝরলে মেয়র ও কাউন্সিলর বৃন্দ জলাবদ্ধতা ও রাস্তাঘাট সংস্কার করবেন।


আজ বেলা ২.০০টায় মদিনা পাড়ায় তার নামাজে যানাযা অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here