নড়াইলে হাতী দিয়ে চাঁদাবাজী

0
146
728×90 Banner

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি:নিত্য জ্ঞানকে লালন করে বীরদর্পে হাতীকে দিয়ে চাঁদাবাজী হচ্ছে নড়াইল শহরের রুপগঞ্জ, মুচিপোল সহ লোহাগড়া বাজার এলাকা ও গ্রামে বীরদর্পে চাঁদাবাজীতে নেমেছে দুটি হাতী। শীত মৌসুম এলেই গ্রামবাংলায় যাত্রা-সার্কাস প্রদর্শনী শুরু হয়। আর এ প্রদর্শনীকে ঘিরে দেখা মেলে নানা জীবজন্তুর। বনজঙ্গল ছাড়া কিছু প্রাণী চিড়িয়াখানা বা পার্কেই শুধু দেখা যায়। সেই সব প্রাণীদের মধ্যে হাতী,বাঘ অন্যতম। গ্রামের সব মানুষদের দ‚রের বনজঙ্গলে বা চিড়িয়াখানা-পার্কে যেয়ে ওই সব পশু প্রাণী দেখা সম্ভব হয়ে ওঠেনা। তাই শীত মৌসুম এলেই গ্রামের মানুষ অধীর আগ্রহ নিয়ে বসে থাকে কবে যাত্রা-সার্কাস আসবে। যাত্রা-সার্কাস মনের বিনোদনের খোরাক যেমন মেটায় তেমনি বন্যপ্রাণীদের দেখে গ্রামের মানুষরা আনন্দে উদ্দেলিতও হয়। নড়াইল শহরে সার্কাস প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। দিন তারিখ যদিও এখনো ঠিক হয়নি। ইতোমধ্যে শহরে হাতীর উপস্থিতিই জানান দিচ্ছে সার্কেস হতে যাচ্ছে। যেহেতু সার্কাস প্রদর্শনী শুরু হতে দেরি হবে তাই সার্কাস উপলক্ষে আনা হাতী শহর গ্রাম ঘুরছে আর নীরব চাঁদাবাজি করছে। নড়াইল শহরের রুপগঞ্জ, মুচিপোল সহ লোহাগড়া বাজার এলাকা ও গ্রামে বীরদর্পে চাঁদাবাজীতে নেমেছে দুটি হাতী। হাতীর সাথে হাতীর বাচ্চাও রয়েছে। উৎসুক লোকে হাতীর পেছনে হাঁটছে। দোকানদারের দোকানের মধ্যে হাতী তার স‚র ঢুকিয়ে ছালাম দিচ্ছে। দোকানী খুশি মনে দিচ্ছে ১০ বা ৫ টাকা। লক্ষীপাশা খেয়াঘাটের বাজারের ব্যবসায়ী নিরঞ্জন জানান, এই মোড়েই অন্তত ২০ টি দোকান থেকে হাতী টাকা নিয়ে গেল। এরপরে গেল লোহাগড়া বাজারে। সেখানে দোকানের সংখ্যা প্রায় দেড় হাজার। হাতীর পিঠে বসেছেন তার চালক নাজমুল (২০)। বাড়ি সিলেটে। নাজমুল বললেন, শিক্ষার্থীদের পরীক্ষার জন্য সার্কাস শুরু হতে দেরি হচ্ছে। তাই বেকার বসে থেকে কি করবো। খরচতো তুলতে হবে। মানুষ খুশি মনে টাকা দিচ্ছে। রাজু পুর গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্র শ্রাবণ বললো ছোট ভাই সাজিদকে নিয়ে হাতী দেখতে গ্রামে গিয়েছিলাম। হাতীর বাচ্চা দেখে ভাডি লাফাচ্ছিল। শিশুদের পাশাপাশি বৃদ্ধ বয়সীরাও হাতীর পেছনে ছুঁটছেন। হাতীকে ঘিরে তাদের মনে যেন অন্যরকম আনন্দ বইছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here