নড়াইলে হোম কোয়ারেন্টাইনে ১০৯ জন

0
204
728×90 Banner

নড়াইল প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নড়াইলে ১০৯ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। শুক্রবার (২০ মার্চ) ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধে সচেতনতা মুলক আলোচনা সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক আনজুমান আরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা।
এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ^াস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন, সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. আব্দুস শাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বাবু প্রমুখ। এছাড়া এ সময় সরকারি কর্মকর্তা, গণমধ্যম কর্মী, ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা তাঁর বক্তবে বলেন, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সচেতনার কোন বিকল্প নেই। একমাত্র প্রতিরোধই নিজে ও পরিবারকে বাঁচাতে পারে। বিদেশ থেকে কেউ দেশে আসলে আপনাদের জানা মতে এমন কেউ থাকলে তাকে হোম কোয়ারেন্টাইন এ থাকতে হবে। কেউ এ নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here