পদ্মার ভাঙ্গন রোধে কাজ করবে নবগঠিত সবুজ আন্দোলন মানিকগঞ্জ কমিটি

0
82
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন সারা বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় নিয়ে জনসচেতনতায় কাজ করছে। ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ। ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ জেলায় এক সময় ছোট-বড় মিলিয়ে কয়েকশো নদী ও খাল বিদ্যমান ছিল। কিন্তু বর্তমান সময়ে পদ্মা নদীর কারণে ভাঙ্গন ও দখল-দূষণে মানিকগঞ্জ জেলার জনজীবন বিপন্ন হতে বসেছে। ২২ আগস্ট সন্ধ্যায় সবুজ আন্দোলন মানিকগঞ্জ জেলা কমিটিতে ডাক্তার মোঃ লুৎফর রহমানকে সভাপতি ও চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার মোঃ ইউসুফ আলীকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটির অনুমোদন দেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল।
নবগঠিত কমিটির সভাপতি ডাক্তার মোঃ লুৎফর রহমান বলেন, পরিবেশ বিপর্যয়ের ফলে মানুষসহ প্রকৃতি আজ বিপন্ন। আমাদের প্রথম কাজ হবে মানিকগঞ্জে ভেজাল মুক্ত খাদ্য ব্যবস্থা জোরদার করতে কাজ করা পাশাপাশি সবুজায়ন নিশ্চিত করা।
সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী বলেন, পদ্মা নদীর ভাঙ্গন রোধে জনসচেতনতা তৈরি করা হবে আমাদের প্রথম কাজ। পাশাপাশি যেসকল খাল ও নদী দখল ও দূষণ হচ্ছে এ অবস্থা থেকে পরিত্রাণ করতে জেলা কমিটি ও সাধারণ জনগণ নিয়ে আন্দোলন জোরদার করা হবে। আশাকরি জেলার সকল জনপ্রতিনিধি আমাদের এই আন্দোলনকে সমর্থন করবেন ।
নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন মেয়র মোঃ রমজান আলী, রফিকুল ইসলাম পরান ও মীর লুৎফর রহমান নাসির। জেলা কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন সহ-সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, শাহানুর ইসলাম, তছলিম হৃদয়, মোঃ শাহজাহান বিশ্বাস, মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান অঞ্জন, নূর মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আবু বকর সিদ্দিক, জয় আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, মোঃ সোহেল রানা, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম চন্দন, সহ-অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সাদিকুর রহমান শিপন, সহ-দপ্তর সম্পাদক আবিদ হাসান আবেদ, প্রচার সম্পাদক সোহেল হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ হানিফ মোল্লা, নারী ও শিশু সম্পাদক রূপা আক্তার, সহ-নারী ও শিশু সম্পাদক শারমিন আক্তার, আইন বিষয়ক সম্পাদক মোঃ মামুন মিয়া, সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ মিঠু রহমান, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক গায়ক জাহাঙ্গীর আলম, সহ-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক লাবনী আক্তার, বন ও পরিবেশ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, সহ-বন ও পরিবেশ সম্পাদক বাদল হোসাইন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সুনীল মন্ডল, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবুল হোসেন, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক খন্দকার খালিকুন নূর, সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহেল রানা, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, ধর্ম বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন ভিকু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক লোকমান হোসেন রফিক, নির্বাহী সদস্য এস. এম. আমিনুর রহমান, আরিফ হোসেন তন্ময়, সিরাজুল ইসলাম ভূঁইয়া, মোঃ টুটুল হোসেন, রানা আহমেদ, শামীম নোমানী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here