পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের সব খেলাধুলা স্থগিত

0
350
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব খেলাধুলা আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
শনিবার (৪ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে। এ সময়ে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সচেতন থাকতে হবে। জনাসমাগম এড়িয়ে চলতে দেশের জনগণকে সচেতন করতে হবে। যে কোনো পর্যায়ের খেলাধুলাতে জনসমাগম ঘটে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের সব প্রকার খেলাধুলা বন্ধ থাকবে।
গত ৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৭০ জন। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।
এদিকে গত ১৬ মার্চ সচিবালয়ের সভাকক্ষে মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠককালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ৩১ মার্চ পর্যন্ত সব প্রকার খেলাধুলা স্থগিতের ঘোষণা দেন।
এছাড়াও করোনা মোকাবিলায় ইতোমধ্যে দেশের সব স্টেডিয়াম বিশেষ করে ইনডোর স্টেডিয়াম ও জিমনেসিয়াম স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন প্রয়োজনে অস্থায়ী হাসপাতাল বা আইসোলেশন সেন্টার করতে পারবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ঢাকা মহানগরীসহ দেশে মোট ৮০টি বিভাগীয় ও জেলা স্টেডিয়াম এবং উপজেলা পর্যায়ে ১২৫টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম রয়েছে। এছাড়াও দেশে ২২টি জিমনেসিয়াম, সাতটি ইনডোর স্টেডিয়াম এবং পাঁচ টি মহিলা ক্রীড়া কমপ্লেক্স রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here