পুলিশের নিরপেক্ষতার প্রশ্ন আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করুন

0
193
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশে সংঘটিত সাম্প্রতিক হত্যাকান্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছিল ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ড। মাদরাসাতেই তার শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে তাকে হত্যা করা হয়। গত মার্চ মাসে নুসরাত জাহান রাফি তার মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিল। সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন তাকে থানায় ডেকে নিয়ে জবানবন্দি নিয়েছিলেন। এ ঘটনার কয়েক দিনের মাথায় নুসরাতের গায়ে অগ্নিসংযোগ করা হলে তা নিয়ে সারা দেশে আলোচনা শুরু হয়। তখনই ওই জবানবন্দির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অগ্নিদগ্ধ নুসরাতের মৃত্যুর পর গত ১৫ এপ্রিল ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর জন্য ওসি মোয়াজ্জেমকে আসামি করে ঢাকায় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন একজন আইনজীবী। ট্রাইব্যুনালের বিচারক ওই অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। তদন্তের পর পিবিআই যে প্রতিবেদন জমা দেয়, সেখানে ওসি মোয়াজ্জেমের নিজের মোবাইল ফোনে জবানবন্দি রেকর্ড করা এবং তা ছড়িয়ে দেওয়ার অভিযোগের প্রমাণ পাওয়ার কথা বলা হয়। পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক গত ২৭ মে মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। হাসপাতালে নুসরাতের মৃত্যুর পর ওসি মোয়াজ্জেমকে প্রথমে সোনাগাজী থানা থেকে প্রত্যাহার করে রংপুর রেঞ্জে পাঠানো হয়। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় পুলিশ বাহিনী থেকে। ওদিকে আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিলে তা তামিল করা নিয়ে ফেনী ও রংপুর পুলিশের মধ্যে বেশ কয়েক দিন ঠেলাঠেলি চলে। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমে পরিদর্শক মোয়াজ্জেমের লাপাত্তা হয়ে যাওয়ার খবরও আসে। ফলে পুলিশ বাহিনী তাদের কর্মকর্তা মোয়াজ্জেমকে গ্রেপ্তারে আদৌ আন্তরিক কি না, সেই প্রশ্ন ওঠে। গত রবিবার ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে ৩০ জুন অভিযোগ গঠনের দিন রেখেছেন। পুলিশের আরো এক কর্মকর্তার বিষয়ে উচ্চ আদালতই প্রশ্ন তুলেছেন। পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে এখনো গ্রেপ্তার না করায় ক্ষুব্ধ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালককে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। ডিআইজি মিজান দুদকের চেয়েও বেশি শক্তিশালী কি নাএমন প্রশ্ন করেছেন আদালত? ডিআইজি মিজান কিংবা ওসি মোয়াজ্জেমের মতো গুটিকয়েক কর্মকর্তার কারণে আমাদের পুলিশ বাহিনীর নিরপেক্ষতা ও আন্তরিকতা বারবার প্রশ্নবিদ্ধ হয়। এসব কর্মকর্তার বিরুদ্ধে যথাসময়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলে পুলিশ বাহিনীর সততা ও নিষ্ঠা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। অন্যদিকে সুশাসন প্রতিষ্ঠায় তা উদাহরণ সৃষ্টি করবে। পুলিশ নিয়ে জনমনে কোনো ভীতিও কাজ করবে না। ওসি মোয়াজ্জেম গ্রেপ্তার হয়েছেন। আমরা আশা করব, দ্রুত বিচারের মাধ্যমে জনমনে জন্ম নেওয়া সব প্রশ্নের অবসান হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here