পুলিশের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ: তদন্ত কমিটি গঠন

0
56
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরে পুলিশের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ-অবরোধ ও ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এ তদন্ত কমিটি গঠন করেছে।
জানা গেছে, বাসন থানা পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ-অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুব হোসেন ও নুরুল ইসলামের ওই ব্যবসায়ীকে আটক করে নির্যাতন করে। পরে তার মৃত্যু হয়।
তবে পুলিশের দাবি, আটকের পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরে তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান।
এ ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে। অন্য দুইজন হলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি ক্রাইম-উত্তর) আবু তোরাব শামসুর রহমান ও অতিরিক্ত উপ-কমিশনার রেজাওয়ান আহমেদ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি ক্রাইম-উত্তর) আবু তোরাব শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্তের পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here