পুলিশের বেতনের টাকায় খাদ্য সহায়তা পেলো ৮২ পরিবার

0
124
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: নাটোরের সিংড়ায় পুলিশের বেতন-রেশন থেকে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে ঘরে থাকা কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সিংড়া পৌর শহরের পার সিংড়া মহল্লার ৮২ টি পরিবারের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে এই সহায়তা বিতরণ করা হয়।
বিতরণ করেন নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা। এসময় সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার ও সিংড়া থানার অফিসার ইনচার্জ নুর-এ-আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এসপি লিটন কুমার সাহা বলেন, কেউ না খেয়ে থাকবে না, সরকারের পাশাপাশি আমাদের বেতন-রেশন থেকেও খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে। ফোন দিলে খাদ্য পৌঁছে যাবে বাড়ি। সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা ও করোনার সংক্রমণ রোধে সবাইকে ঘরে থাকার আহবান জানান তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here