পোরশায় “মুজিববর্ষ সেরা কন্ঠ,নওগাঁ” প্রতিযোগীতায় তিনজনকে ইয়েস কার্ড প্রদান

0
171
728×90 Banner

সালাউদ্দীন আহম্মেদ, পোরশা, (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় জেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বর্ষ উপলক্ষে আয়োজিত ‘মুজিববর্ষ সেরা কণ্ঠ, নওগাঁ প্রতিযোগীতার অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
এতে ২৫জন প্রতিযোগীর মধ্যে তিন জন প্রতিযোগীকে ইয়েস কার্ড প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০ঘটিকার সময় উপজেলা প্রশাসনের সহযোগীতায় শিল্পকলা একাডেমীতে সামাজিক দুরত্ব বজায় রেখে উৎসব মুখর পরিবেশে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার ২৫জন প্রতিযোগী অডিশন রাউন্ড এ অংশ গ্রহন করেন এবং তারা তাদের নিজ নিজ কণ্ঠে গান পরিবেশন করেন। বিচারকগণ সকলের গান শুনেন এবং প্রথম পর্যায়ে ৫জন প্রতিযোগীকে মনোনীত করেন। পরে চুড়ান্ত পর্বে ৫জনের মধ্য থেকে ৩জন প্রতিযোগীকে ইয়েস কার্ড তুলে দেন বিচারকগণ।
এদের মধ্যে প্রথম হয়েছেন রেনেসাঁ ডিউ বর্মন, দ্বিতীয় হয়েছেন তোফায়েল হোসেন, তৃতীয় হয়েছেন নয়ন চন্দ্র। এই তিন জন প্রতিযোগীই পোরশা উপজেলার প্রতিনিধিত্ব করবেন এবং এই উপজেলার শুনাম বয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা।
এর আগে অডিশন রাউন্ড এর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী। মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম প্রমুখ।
বিচারক এর দায়িত্বপালন করেন সাপাহার সৃষ্টি একাডেমীর প্রধান শিক্ষক ইসফাত জেরিন মিনা, নিয়ামাতপুর উপজেলা শিল্পকলা একাডেমীর গানের শিক্ষক উত্তম কুমার দাস, পোরশা উপজেলা শিল্পকলা একাডেমীর গানের শিক্ষক আব্দুস সামাদ বাবলু।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here