প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী পেল জলবায়ু উদ্বাস্তুরা

0
90
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: কক্সবাজার সদরের খূরুশকুল আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ৬০০ জলবায়ু উদ্ভাস্তু পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ প্রকল্পে স্থান পাওয়া জলবায়ু উদ্ভাস্তুরা প্রথম বারের মতো ত্রাণ সামগ্রী পেয়ে উৎফুল্লিত হয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রধানমন্ত্রী, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি। শুক্রবার সকালে আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আমিন আল পারভেজ, সদর উপজেলা পরিষদের নারী ভাইসচেয়ারম্যান হামিদা তাহের, কক্সবাজার পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি, পৌর কাউন্সিলর এসআইএম আকতার কামাল আজাদ ও খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ বিতরণকালে স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here