প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে গুরুত্ব দেয়ার দাবি

0
50
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তাসহ ৫৪টি যৌথ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে বিশেষ গুরুত্ব দেয়ার দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।
৪ সেপ্টেম্বর ২০২২ (রোববার) নয়াপল্টনস্থ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।
খন্দকার লুৎফর রহমান বলেন, উজানের দেশ ভারত খরার সময় পানি আটকে রাখে আর বন্যায় সময় মাত্রাতিরিক্ত পানি ছেড়ে দেয়। ফলে শুষ্ক মৌসুমে দেশের কৃষকরা চরম পানি সংকটে ভুগেন আর বন্যায় তাদের সব তলিয়ে যায়। এতে প্রতিবছর বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ ধ্বংস হয়। বাংলাদেশ ভারতকে ট্রানজিটসহ প্রায় সব ধরনের সুবিধা দেওয়ার পরও তারা তিস্তা নদীর পানি চুক্তি দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। আমরা প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে দেশের মানুষের কথা চিন্তা করে তিস্তাসহ অভিন্ন নদীর ন্যায্য হিস্যা আদায়ে বিশেষ গুরুত্ব দেওয়া দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, নিশিরাতের আওয়ামী সরকার ক্ষমতা হারানো ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের উপর পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছে। শান্তিপূর্ণ মিছিল—সমাবেশে নিরস্ত্র—নিরীহ নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ কোন ভাবেই মেনে নেওয়া যায় না। বিরোধী নেতাকর্মীদের বাসায়, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। দেশের মানুষ তাদের অধিকার ফিরে পেতে রাজপথে নেমেছে তারা তাদের অধিকার আদায় করে ছাড়বেই, ইনশাআল্লাহ।
সভায় আগামী ৬ সেপ্টেম্বর যুব জাগপার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে জাগপা’র প্রয়াত সভাপতি শফিউল আলম প্রধানের মাজার জিয়ারত ও পুষ্পমাল্য অর্পন করা ও ৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদত এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন জাগপার প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন মোবারক, আবু সুফিয়ান, যুব জাগাপার সভাপতি আমির হোসেন আমু, যুবনেতা শাহিন, জিহাদ, ছাত্রনেতা জাহিদুল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here