প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্যোগে কাপাসিয়ায় শতবর্ষ পূতি মহাউৎসব

0
219
728×90 Banner

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ে প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্যোগে শতবর্ষ মহাউৎসব আজ শনিবার দিনব্যাপি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি প্রধান অতিথি ছিলেন।
বিদ্যালয়ের পাঁচ শতাধিক প্রাক্তণ শিক্ষার্থী সাদা রংয়ের টি শার্ট পড়িহিত মডেল গলায় ঝুলিয়ে গল্প, কবিতাআবৃত্তি, গান, আনন্দ মিছিলসহ মহাউৎসবে বিদ্যালয় থেকে ঐতিহ্যবাহি টোক এলাকায় জুুড়ে র‌্যালি ও সমাবেশ করে।
অনুষ্ঠানে সিমিন হোসেন রিমি বলেন, সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার। শুধ নিজের সন্তানের চিন্তা না করে উন্নত জাতি গড়তে সকল শিশুদের নিয়ে চিন্তা করতে হবে। শিশুদের শুধু পাঠ্য বই পড়ালে চলবেনা, পাঠ অভ্যাস গড়ার চেষ্টা করতে হবে। শত বর্ষ আগে এই বিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
আজিজুল বারী বলেন, গবেষণায় জানা যায়, বাংলাদেশের মানুষ খর্ব আকৃতির হয়ে যাচ্ছে। এ দেশে শিশুদের পরিমিত পুষ্টিকর খাবার খাওয়ানো হচ্ছেনা। শিশুদের প্রতিদিন দুধ ডিমসহ পুষ্টিকর খাবার খাওয়ানো দরকার। জাপানে ১১৬ বছরের এক নারীকে লেখাপড়া করতে দেখা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চেয়ারম্যান ইনামুল বারী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব আব্দুস সাত্তার শেখ, সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ উপজেলা সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, এলিট সিকিউরিটি পরিচালক শরীফ শাহাম আল ওয়াফিন, বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষ এর সাবেক চেয়ারম্যান শরীফ আতিকুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট এস এম জিল্লুর রহমান, ইন্টারটারন্যাশনাল এনজেল এসোসিয়েশন নির্বাহী পরিচালক আজিজুল বারী, অধ্যক্ষ তাজউদ্দিন, জবি অধ্যাপক আ. আলীম, চেয়ারম্যান শরীফ আব্দুল ওয়াহিদ, উদযাপন কমিটি আহবায়ক রফিকুল আলম মানিক, সদস্য সচিব এস এম হেলাল উদ্দিন শামীম, জাতীয় প্রেসক্লাব সদস্য ইব্রাহিম খলিল জুয়েল, প্রশিক্ষণ কো অর্ডিনেটর মজিবুর রহমান, ইত্তেফাক সিনিয়র সাব এডিটির আল মামুন, অ্যাড. ফজলুল কাদের, বাংলাদেশ মেডিক্যাল সার্ভিসেস সিইও শহীদুল্লাহ, প্রধান শিক্ষক আতিকুর রহমান, মহিন আকবর মন্জু , বিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা পরিষদ সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বন্ধন নামে একটি সংকলন বের করে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here