বক্স খাটের ভেতরে টিসিবির সয়াবিন তেল

0
224
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রংপুরে এক ব্যবসায়ীর বাড়ির বক্স খাটের ভেতরে অবৈধভাবে মজুদ করে রাখা সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের বিপুলপরিমাণ ভোজ্যতেল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় লাল মিয়া ও হানিফ নামে দুজনকে আটক করা হয়।
বুধবার রাত ১১টার দিকে নগরীর মধ্য পার্বতীপুর এলাকার হানিফ মিয়ার বাড়ি থেকে টিসিবির ন্যায্যমূল্যের ১২৩৮ লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক।
তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর মধ্য পার্বতীপুর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকার একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। ওই বাসায় অভিনব কায়দায় বক্স খাটের ভেতরে রাখা টিসিবির দুই লিটার তেলের ২৫৯টি এবং পাঁচ লিটারের ১৪৪টি বোতল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সয়াবিন তেলের অনুমানিক মূল্য ৯৯ হাজার ৪০ টাকা। এ সময় বাসার মালিক হানিফ মিয়া (৫৮) ও মালামাল সরবরাহকারী লাল মিয়াকে (৫২) আটক করে পুলিশ। তারা অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে টিসিবির ডিলারদের কাছ থেকে এসব পণ্য কম দামে ক্রয় করে মজুদ করে রেখেছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্প্রতি প্রাণঘাতী করোনার প্রভাবে বিপর্যস্ত দরিদ্র মানুষের জন্য সরকার টিসিবির ন্যায্যমূল্যে ডিলারদের মাধ্যমে পণ্য বিক্রয় করছে। কিন্তু রংপুর নগরীর কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ লাভের উদ্দেশ্যে তা মজুদ করে রাখছেন। তাদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here