করোনা থেকে বাঁচতে সামাজিক দূরত্ব মেনে চলুন

0
121
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : রাউজান পশ্চিম ডাবুয়া সমাজসেবী সংগঠন (যুব) নবদিগন্ত ক্লাবের উদ্যোগে ১৫ এপ্রিল বুধবার সকাল হতে এলাকার মধ্যবিত্ত ও অসহায়দের ঘরে ঘরে ত্রান পৌঁছে দেন ক্লাবের নেতৃবৃন্দ। বিতরণকালে উপস্থিত ছিলেন মাওলানা আবুল বশর, ক্লাবের উপদেষ্টা মোঃ আবুল বশর, ইউ.পি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মোরশেদুল হক চৌধুরী, মাওলানা বোরহান উদ্দিন, সাবেক সভাপতি মো জাকের হোসেন, ক্লাবের সভাপতি মাষ্টার মোঃ শফিউল বশর মামুন, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন বাবর সহ ক্লাবের কর্মকর্তাবৃন্দ। (যুব) নবদিগন্ত ক্লাবের প্রতিষ্ঠাতা প্রবাসী এম মনছুর আলম জিহান বলেন, ২০০৫ সাল থেকে সামাজিক, ধর্মীয় ও সেবামূলক কাজ করে আসছে সমাজসেবী সংগঠন (যুব) নবদিগন্ত ক্লাব। ভবিষ্যতেও মেধাবী ও গরীব শিক্ষার্থীদের পড়ালেখা এবং কমপক্ষে ১৫ দিন পরপর উক্ত ক্লাবের কার্যালয়ে ফ্রী ডাক্তারী সেবার পরিকল্পনাও রয়েছে। ত্রাণসামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, বিশ^ব্যাপী করোনার ভয়াবহতা দিন দিন বেড়েই চলছে। আমাদের দেশেও মরণঘাতি করোনার আক্রমণ বাড়ছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সাধারণ মানুষ বিনা কাজে ঘরের বাইরে যাতে ঘুরাফেরা করতে না পারে সেব্যাপারে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। কারো কাছে রোগের উপসর্গ দেখা দিলে দ্রæত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার এবং মহামারী করোনা দুর্যোগে সমাজের বিত্তশালীদের অসহায় মানুষের পাশে থাকার উদাত্ত আহবান জানান বক্তারা। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসসহ যাবতীয় মহামারি থেকে মুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল বশর।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here