বঙ্গবন্ধুকে জানি ‘মিড ডে মিল’ শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা

0
238
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি”,”মিড ডে মিল”বাস্তবায়ন এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সমন্বয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বালিয়াডাঙ্গী অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিটি কলেজ,মাধ্যমিক স্কুল ও মাদরাসার কম্পিউটার শিক্ষকসহ প্রধানগণের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অন্ঞ্চলের উপপরিচালক মো.আখতারুজ্জামান।
বিশেষ অতিথী ছিলেন ঠাকুরগাও জেলা শিক্ষা অফিসার খন্দকার মো.আলাউদ্দীন আল আজাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুর রহমান।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মো.খায়রুল আলম সুমনের সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বেলাল রব্বানী,লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here