বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন ও সমাজসেবা অধিদপ্তরের দুস্থ ক্রীড়াবিদদের আর্থিক অনুদান

0
263
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর-২ আসনের বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের দুস্থ ক্রীড়াবিদদের আর্থিক অনুদানের চেক বিতরণ ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, ষ্টোক, পারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা, জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা ও চিকিৎসা ভাতা ৫২ লক্ষ টাকার চেক বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দির মাঠে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং সোসাল সার্ভিসিং অফিসার এ আই এম মহিতুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশারফ হোসেন মোল্লা, গাজীপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু নাসার উদ্দিন, গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালক ফারজানা আক্তার সাথী, গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তর উপপরিচালক এস এম আনোয়ারুল করিম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি, শহর আওয়ামীলীগের সভাপতি এড. মো: ওয়াজ উদ্দিন মিয়া, সহ-সভাপতি আব্দুর রউফ নয়ন, আব্দুল হাদি শামীম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জামাল হোসেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিত মল্লিক বাবু, বিশিষ্ট ব্যবসায়ী পলাশ প্রমুখ।
উল্লেখ্য, গাজীপুর জেলায় এই প্রথম বারের মতো দুস্থ অসহায় ৫০জন ক্রীড়াবিদদের ৫০হাজার টাকা এবং বিভিন্ন রোগের চিকিৎসা সেবার জন্য বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন ও সমাজসেবা অধিদপ্তরের ৫২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here