বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জাতীয় শোক দিবসের স্মরণ সভা অনুষ্ঠিত

0
63
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি :বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কার্যকরী সংসদের উদ্যোগে ১৮ আগস্ট বৃহস্পতিবার ঢাকাস্থ তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ হলরুমে জাতীয় শোক দিবস উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মু. আনোয়ারুল ইসলাম তোতা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মু. গাজিউল হক চৌধুরীর সঞ্চালনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের অগ্রযাত্রায় প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণে বঙ্গবন্ধুর অবদানের কথা বক্তাগণ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ১৫ আগস্টের কালো রাত্রিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গসহ শাহাদাত গ্রহণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মৌলভী আইয়ুব আলী আনসারী। স্মরণসভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, আ ফ ম আজাদ, আব্দুল ওয়াদুদ ভূইয়া, জুলফিকার আলী প্রামানিক, বাধন খান পাঠান ববি, রফিকুল ইসলাম, মনির হোসেন, কমল বকশি, ফজলুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু না হলে যেমন বাংলাদেশের জন্ম হতো না, তেমনি শেখ হাসিনা ক্ষমতায় না এলে দেশ উন্নয়নশীল দেশে পরিণত হতো না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে ৩৭ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার মধ্যদিয়ে শিক্ষকদেরকে মর্যাদা দেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ করেন। বক্তারা ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ সকল পরিবারের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান এবং সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here