বোর্ড বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালিত

0
84
728×90 Banner

মোঃ শাহজালাল দেওয়ান:গাজীপুর :সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর গাছা থানা অন্তর্গত বোর্ড বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বোর্ড বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির কমিটির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বকুলের সঞ্চালনায়এবং কমিটির সভাপতি আব্দুস সালাম মন্ডলএর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল,এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ মহি,মহানগর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শহীদুল্লাহ,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলহাজ্ব ডাক্তার মীর মোজাফর হোসেন,গাজীপুর মহানগর কৃষকলীগের সহ-সভাপতি লিটন মোল্লা,মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি জসিম ভুইয়া,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেদুজ্জামান জুয়েল মন্ডল, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মীর ওসমান গনি কাজল,গাছা থানা তাঁতী লীগের সভাপতি ইমরান হোসেন সানি প্রমুখ। আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্টানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্ট নিহত সকল শহীদদের আত্তার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
উল্লেখ্য প্রতি বছর আগস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের রুহের আত্মার মাগফিরাত করেন ভোটবাজার ক্ষুদ্র ব্যবসা পরিচালনা কমিটির উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
বোর্ড বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালাম মন্ডল তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা এই বোর্ডবাজার যারা ব্যবসায়ী আছি সবচেয়ে বড় সমস্যা হল পরিবহন সমস্যা,পরিবহনের জ্বালানি তেল বৃদ্ধি হওয়ার আগেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধ করে দিয়েছে যার ফলে আমরা সঠিক মত সময়মতো বাজারে পণ্য সরবরাহ করতে পারছিনা,যদি মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালু করে দিতো তাহলে আমরা এই বাজারের বিভিন্ন স্থান থেকে সঠিক সময়ে পণ্য সরবরাহ করতে পারতাম।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here