বাংলাদেশ হকি ফেডারেশন বয়সভিত্তিক বিশ্বকাপ হকি আয়োজন করতে চায়

0
166
728×90 Banner

ডেইলি গাজীপুর স্পোর্টস: চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসরসহ বয়সভিত্তিক এশিয়া কাপ ও বয়সভিত্তিক বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ হকি ফেডারেশন।
এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) এর প্রধান নির্বাহী তৈয়ব ইকরামের কাছে আন্তর্জাতিক বিভিন্ন টুর্ণামেন্ট আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ।
আজ দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএইচএফ’র প্রধান কার্যালয়ে তৈয়ব ইকরামের সাথে বৈঠক করে বাংলাদেশ হকির এই আগ্রহের কথা জানান সাঈদ। এ ছাড়া নিরপেক্ষ ভেন্যু হিসেবে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনসহ আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) এর সহযোগিতায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের একাংশে ইনডোর হকি ট্রেনিং গ্রাউন্ড স্থাপনের সহায়তা চাওয়া হয়েছে।
বিষয়গুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে এশিয়ান হকির সর্বোচ্চ সংস্থা এএইচএফ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here