বাণিজ্যমন্ত্রী ও সচিব দেশবাসী জানতে চায়, পেঁয়াজের দাম আর কত বাড়বে?

0
192
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :আজ ১৬ নভেম্বর শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আমাদের সংঘ’র উদ্যোগে পেঁয়াজের লাগামহীন উর্ধ্বমূল্যে অতিষ্ঠ হয়ে জনসাধারণকে সাথে নিয়ে ‘বাণিজ্যমন্ত্রী ও সচিবের কাছে বাংলার জনগণ জানতে চায় পেঁয়াজের দাম আর কত বাড়বে?’ এ প্রশ্নের উত্তর চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার। বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের সভাপতি হারুন চৌধুরী, রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, দীপু মীর, জাগো বাংলাদেশের সভাপতি সাংবাদিক ফরিদ খান, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফা, সম্মিলিত সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জালালউদ্দিন জুয়েল, অগ্রগামী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, মানবাধিকার জোটের মহাসচিব সাংবাদিক মিলন মল্লিক, সংগঠনের সদস্য মোহাম্মদ শামীম, মোঃ হাসান, শ্রমিক নেতা মাকসুদুর রহমান, জাগো বাংলাদেশ শিশু কিশোর ফেডারেশনের সভাপতি জামাল শিকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত কয়েক মাস থেকে ধাপে ধাপে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে ৩০ টাকা থেকে ২৩০ টাকায় এসে দাড়িয়েছে। এতে সাধারণ মানুষ আজ দিশেহারা। কারণ পেঁয়াজ একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য। আমরা এত দিনে ভেবেছিলাম পেঁয়াজের দাম কমবে কিন্তু কমা তো দূরের কথা দিন দিন পেঁয়াজের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই আমরা এই মানববন্ধনের মাধ্যমে বাণিজ্যমন্ত্রী ও সচিবের কাছে জানতে চাই পেঁয়াজের দাম আর কত বাড়বে? বাণিজ্যমন্ত্রী তো আগেই বলেছিলেন পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই। তার এই কথায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতিবাজ ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়েই চলেছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি। আমরা আমদানিকৃত পেঁয়াজের মূল্য জাতির সামনে প্রকাশের দাবী করছি। কত টাকায় পেঁয়াজ আমদানি করে কত টাকা বিক্রি করা হচ্ছে তা জানা আমাদের অধিকার। পেঁয়াজের দাম বৃদ্ধির সাথে সাথে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বিভিন্ন ভাবে অসাধু ব্যবসায়ীরা বৃদ্ধি করছে। আমরা এই অসহনীয় অবস্থার পরিত্রাণ চাই।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here