বিআরডিবি’র ইউসিসিএ কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে মানবন্ধন ও অবস্থান কর্মসূচী

0
191
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর মূলকর্মসূচী (উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি) ইউসিসিএ এর কর্মচারীদের চাকুরী জাতীয় করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচীতে ৪৭৮টি উপজেলায় কর্মরত প্রায় ১৫শত কর্মচারী অংশগ্রহন করেন। বাংলাদেশ ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি তার বক্তবে বলেন, বিশ্ব মানবতার মা বিশ্বনেত্রী অসহায়ের শেষ আশ্রায়স্থল জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রীর অবগতির জন্য জানাচ্ছি , জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে দ্বিস্তর সমবায় কার্যক্রম আইআরডিপির মাধ্যমে আমাদের নিয়োগ দিয়ে সরকারি বেতন ভাতার ব্যবস্থা করেছিল কিন্তু ৭৫ পরবর্তী সরকার আমাদের বেতন ভাতা বন্ধ করে দেয়। আন্দোলন সংগ্রামে মাধ্যমে বর্তমান সরকারের প্রথম মেয়াদে আমাদের রাজস্ব করার জন্য ২০১০ সালে বিআরডিবির ৪৪তম বোর্ড সভায় সকরকারি উচ্চ পর্যায়ের ৭ সদস্য কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সুপারিশের প্রেক্ষিত ২০১২স্থানীয় সরকার মন্ত্রনালয়ের পল্লী উন্œয়ন ও সমবায় বিভাগ ইউসিসিএ কর্মচারীদে চাকুরী রাজস্ব বাজেটে স্থানান্তর করা ও যতদিন পর্যন্ত রাজস্ব না হয় ততদিন পর্যন্ত ৭০% স্যালারী সাপোর্ট অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। অতীব দুখের বিষয় রাজস্ব করনের কোন অগ্রগতি ৭ বছরেও হয়নি। মাত্র ৩ বছর ৫০% হারে স্যালারী সাপোর্ট প্রদান করা হলেও বর্তমানে ৩ বছর ধরে বিআরডিবির স্বাধীনতা বিরোধী চক্রের কারনে তা বন্ধ আছে। অধিকাংশ উপজেলায় ২ থেকে ৩ বছর ধরে বেতন ভাতা না পেয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি। উপজেলা পর্যায়ে বিআরডিবি’র মাত্র ৩ জন অফিসার ছাড়া কোন রাজস্ব বাজেটের ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারী না থাকায় ইউসিসিএ’র নিজস্ব কর্মকান্ডসহ বিআরডিবি’র সকল কাজ ইউসিসিএ’র কর্মচারীদেরই করতে হয় অথচ আমাদের ২০১৫ জাতীয় বেতন স্কেল এখনও বাস্তবায়ন, ইনক্রিমেন্ট বন্ধ এবং ৫৯ বছর চাকুরী শেষে বীর মুক্তিযোদ্ধা কর্মচারীরা সহ অনেক কর্মচারীরা শূন্য হাতে অবসর গ্রহন করছেন। যা একটি সরকারি বৃহৎ প্রতিষ্ঠানে অমানবিক প্রথা। শ্রমিক কর্মচারীদের একটাই দাবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে প্রতিষ্ঠিত সফল কর্মসূচী দ্বিস্তর সমবায় কার্যক্রম চলমান রাখার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব মানবতার জননী, জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন যাতে দ্রুত বিআরডিবি’র মূল কর্মসূচী ইউসিসিএ’র কর্মচারীদের ২০১২ সালের সরকারি সিদ্ধান্ত চাকুরী জাতীয়করণ করাসহ ২০১২ সাল থেকে সকল বকেয়া বেতন-ভাতাসহ সরকারী বিধি মোতাবেক সকল অবসরজনিত সুবিধাদি নিশ্চত হয় তাহার সুব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেখ ফেরদাউস, সিনিয়র সহ সভাপতি আঃ সহিদ, কোষাধ্যক্ষ মো. শাকিল খান, সহ সম্পাদক মো. সাচ্চু হোসেন, কার্যকরী সদস্য মীর ফজলুল সহ বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here