বিএসএমএমইউ ফিল্ড হাসপাতালে চিকিৎসা নিলেন ১৯০ জন

0
100
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে ‘করোনাভাইরাস ফিল্ড হাসপাতাল’ উদ্বোধনের পর এ পর্যন্ত ৯০ জন রোগী ভর্তি হয়েছেন।সেখানে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন ২৯ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ৬১ জন। আর সব মিলিয়ে চিকিৎসা নিয়েছেন ১৯০ জন রোগী।বুধবার (১১ আগস্ট) এ তথ্য জানা গেছে।এর আগে গত ৮ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধন করেন।এদিকে, কেবিন ব্লকে করোনা সেন্টারে বুধবার (১১ আগস্ট) পর্যন্ত ১২ হাজার ১৩৮ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ছয় হাজার ৩২৪ জন।সুস্থ হয়ে বাসায় ফিরেছেন পাঁচ হাজার ২৪৮ জন। বর্তমানে করোনা সেন্টারে ভর্তি আছেন ১৮২ জন। আইসিইউতে ভর্তি আছেন ২০ জন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here