বিজয়নগরে বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

0
76
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর প্রশাসনের হস্তক্ষেপে এক মেয়ে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।
৭ জুলাই বৃহঃবার উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী গ্রামে ওই মেয়ের বাড়িতে ইউনিয়ন ভূমি সহকারী (নায়েব) কাজল বণিককে পাঠিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহামেদ।
উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহামেদ সাংবাদিকদের জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন এক ১৬ বছরের অপ্রাপ্ত বয়সের মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। তাই আজ পুলিশ নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে মেয়েটির পিতাকে আইনের আওতায় এনে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করি এবং তা আদায় করা হয়।
এসময় নকল জন্ম নিবন্ধন তৈরির জন্য বুধন্তী বাস স্ট্যান্ডের এক কম্পিউটার অপারেটরকে ভোক্তা অধিকার আইনের ৫০ ধারায় ১০,০০০/ (দশ হাজার টাকা) জরিমানা করা হয়।
পাশাপাশি মেয়ের বাবা, মা থেকে লিখিতভাবে ১৮ বছরে আগে তাদের মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গিকার নেয়া হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here