বিটিইএ সংবর্ধনা পেলেন ১৪ সাংবাদিক

0
158
মিরাজ মাহবুব ইফতি
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশন (বিটিইএ) বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মিরাজ মাহবুব ইফতিসহ ১৪ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে ।
শুক্রবার (১ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মো. সোহেল রানা, বাংলাভিশনের কেফায়েত উল্লাহ চৌধুরী, বাংলা টিভির মো. আসাদ রিয়েল, দেশ টিভির আনোয়ার হোসেন, স্পাইসি টিভির নাঈম উল ইসলাম, সময় টিভির রাশেদ বাপ্পী। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে দৈনিক সমকালের মো. গোলাম কিবরিয়া, দৈনিক আজকের পত্রিকার সাইফুল মাসুম, দি মেসেজ বাংলাদেশের কাজী মোহিনী ইসলাম। অনলাইন ক্যাটাগরিতে বাংলানিউজ২৪.কমের মিরাজ মাহবুব ইফতি, ঢাকা পোস্ট.কমের আদনান রহমান। লাইফস্টাইল ট্যুরিজম ক্যাটাগরিতে দৈনিক সমকালের তৌহিদুল ইসলাম তুষার। সলো ট্রাভেল ফিচার রাইটার ক্যাটাগরিতে রোদেলা নীলা ও কামরুন নাহার বীথি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, আগামী দিনে আমাদের দেশের পর্যটন শিল্প অনেক এগিয়ে যাবে। পর্যটন শিল্প এগিয়ে যাওয়ার মাধ্যমে এগিয়ে যাবে দেশের অর্থনীতি।
গ্লোবাল টেলিভিশনে প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, বর্তমান সরকার পর্যটন বর্ষ ঘোষণার মাধ্যমে দেশে এ শিল্প এগিয়েছে অনেক দূর।
তিনি আরও বলেন, যারা পর্যটনে আগ্রহী তারা দুই আগ্রহে কাজ করে। প্রথমে মানসিক, দ্বিতীয় শারীরিক। একজন পর্যটক কোথাও যাওয়ার আগে তথ্য যাচাই-বাছাই করে। সেটা গণমাধ্যমের লেখা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত। তাই আমি মনে করি, গণমাধ্যমের উচিত পজিটিভ নিউজের মাধ্যমে আমাদের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, বিটিইএ’র চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here