বিপন্ন মুসলিম সভ্যতার পুনর্জাগরণে বিশ্বমুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে

0
193
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : কানযুল হুদা ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার আল্লামা পীর সাকিব ইকবাল সামী বিশ্বমুসলমানদের ভ্রাতৃত্বের আহ্বান জানিয়ে বলেন, বিপন্ন মুসলিম সভ্যতার পুনর্জাগরণে বিশ্বমুসলমানকে এক কাতারে আসতে হবে। তিনি বলেন, বিশ্বমুসলমান আজ বহুদলে বিভক্ত। বিশ্বমানবতার সেবক নবী মোস্তফার (দ.) আদর্শ থেকে আমরা অনেক দূর সরে এসেছি। তাই সভ্যতা বিনির্মাণের দিকে আমাদের কোনো ঝোঁক নেই। পৃথিবীজুড়ে মুসলিম নিপীড়ন বন্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জায়গা কেবল নবীপ্রেম ও ¯্রষ্টাপ্রেম। তিনি আরো বলেন, ইসলামের সূচনালগ্ন থেকে মুসলিমরা আত্ম-পরিশুদ্ধির চর্চা করে আসছে। ইমান-আমলে বিশুদ্ধতা আনতে আমাদের জন্য আত্ম-পরিশুদ্ধের চর্চা অবশ্য করণীয়। ১২ মার্চ বৃহস্পতিবার চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে শানে মোস্তফা (দ.) প্রচার ফোরাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত শানে মোস্তফা (দ.) আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাইজভাÐার দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাÐারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইংল্যান্ডের বামিংহাম থেকে আসা আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা সাকিব ইকবাল সামী। প্রধান বক্তা ছিলেন ভারত থেকে আগত ইসলামি চিন্তাবিদ মাওলানা সাখাওয়াত হোসেন বারকাতী। উদ্বোধক ছিলেন শানে মোস্তফা (দ.) প্রচার ফোরাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও হিজরি নববর্ষ উদযাপন পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম। সম্মেলনে প্রধান বক্তা মাওলানা সাখাওয়াত হোসেন বারকাতী বলেন, আকিদার বিশুদ্ধতা মুসলমানদের জন্য অধিক প্রয়োজনীয় একটি বিষয়। আমাদের নবী (দ.) এর শানে শব্দ ও বাক্যচয়নে আমাদের সচেতন হতে হবে, যাতে করে অজ্ঞাতবশতও নবী (দ.)-এর মর্যাদায় বিন্দু পরিমাণ আঘাত না লাগে। সভাপতির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাÐারী বলেন, নবী মোস্তফা (দ.)-এর আদর্শে আদর্শিক হয়ে আমাদেরকে পৃথিবীতে ইনসাফ বাস্তবায়নের লড়াইয়ে নামতে হবে। ইসলামের নামে সংঘাত-সহিংসতা ও জঙ্গিবাদী তৎপরতা রুখে দেওয়া বর্তমান সময়ে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন কাদেরী ও মুহাম্মদ ইকরাম হোসেন সোহাইলের যৌথ সঞ্চালনায় সম্মেলনে অতিথি ও আলোচক ছিলেন আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী, ড. মাসুম চৌধুরী, মাওলানা শায়েস্তা খান আল আজহারী, মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, মুহাম্মদ মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ গোলাম কিবরিয়া, মাওলানা মুহাম্মদ আজিজ রজভী, মাওলানা সৈয়দ হাসান আল আজহারী প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, ইসলামী বিধিনিষেধ মেনে আমাদের নীতি-নৈতিকতা বিবর্জিত জীবনযাপন পদ্ধতি ত্যাগ করতে হবে। সুদ-ঘুষ থেকে দূরে থেকে ন্যায়-নৈতিকতাপূর্ণ সৎ জীবনযাপন করতে হবে। সমসাময়িক বিশ্ব পরিস্থিতি ও বিশ্বজুড়ে মুসলমানদের প্রতি সহিংসতার চিত্র তুলে ধরে বক্তব্য দেন। এছাড়া সম্প্রতি চীনের উহান প্রদেশ থেকে পৃথিবীব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা। সম্মেলনে উপস্থিত ছিলেন পীরে তরিক্বত মাওলানা হারুনুর রশিদ রেজভী, এইচ এম মন্জুরুল আনোয়ার, এনামুল হক ছিদ্দিকী, মুহাম্মদ মঈন উদ্দিন, মাওলানা মুহাম্মদ আলমগীর, আলহাজ¦ কাযী মুহাম্মদ ফোরকান রেযা, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ দিদারুল ইসলাম কাদেরী, মুহাম্মদ জাহিদুল হাসান রোবায়েত, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ ইছমাইল হোসেন, মুহাম্মদ আক্কাস, এইচ এম শহীদুল্লাহ, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ রবিউল মোস্তফা, শায়ের মুহাম্মদ সাইফুল ইসলাম কাদেরী প্রমুখ। মিলাদ-কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, বিশে^র নিপীড়িত মানবতার পরিত্রান এবং দেশ ও বিশ^বাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মুনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here