বিশ্ব পরিবেশ দিবস ২০২১ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

0
88
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে “ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১” এর শুভ উদ্বোধন করেন। আজ শনিবার সকালে ৫ জুন ২০২১ইং তারিখে বহির্বিভাগে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এই মহতী কর্মসূচীতে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, ভিটামিন এ চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে এবং বিভিন্ন রোগের বিরেুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। শিশুর স্বাভাবিক বৃদ্ধি, সুস্থতা ও দৃষ্টিশক্তির জন্য ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন এ এর অভাবে রাতকানাসহ নানা ধরণের অসুখ হতে পারে।

বিশ্ব পরিবেশ দিবস ২০২১

এদিকে আজ শনিবার সকালে ৫ জুন ২০২১ইং তারিখ দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয় বিশ্ব পরিবেশ দিবস ২০২১ উপলক্ষে আম, আমললকী, তেজপাতাসহ বিভিন্ন ঔষুধি, ফলজ বৃক্ষের চারা রোপণ করেন। এসময় মাননীয় উপাচার্য মহোদয় বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষ রোপণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সবুজ, শ্যামল, সুন্দর পরিবেশ গড়তে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। একটি গাছ কাটলে একশ গাছের চারা রোপণ করার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।
এদিকে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয় আজ শনিবার একটি বেসরকারী টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে করোনা ভাইরাস প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্ন মাস্ক ব্যবহারসহ সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউন বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে দেশবাসীকে করোনা ভাইরাসের ভ্যাকসিনের যোগান বা ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহবান জানান। এছাড়াও মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ ও সাধারণ শয্যা সংখ্যা বৃদ্ধি, ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস ইউনিট চালুসহ বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।
এদিকে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয় আজ শনিবার সকালে তাঁর কার্যালয়ে প্রশাসনিক মিটিং ও সম্মানিত ডীনবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাউন্ড দেন। এছাড়া শহীদ ডা. মিল্টন হলে সার্জারি অনুষদের সম্মানিত সকল কোর্স ডাইরেক্টর বৃন্দের সাথে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন। এছাড়া মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ মহোদয় আজ শনিবার অধ্যাপক সামাদ সেমিনার হলে ‘ইউনিফর্ম প্রটোকল রাইটিং’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন। এছাড়া মাননীয় উপাচার্য মহোদয় সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন। এসকল সভা ও কর্মসূচীতে অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, বেসিক সাইন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. মাসুদা বেগম, শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. শাহীন আকতার, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, এ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সেলিনা খানম, আর.পি সহকারী অধ্যাপক ডা. মোঃ মোজাম্মেল হক, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম মানিক, সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, কার্ডিওলজি বিভাগের কনস্যালটেন্ট ডা. শেখ ফয়েজ আহমেদ প্রমুখসহ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিলেন ১৫৮ জন
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে আজ শনিবার ৫ জুন ২০২১ইং তারিখে চলমান লকডাউনের মাঝেও মোট ১৫৮ জন কোভিড ১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫ শত ৬৪ জন এবং আজ শনিবার ৫ জুন ২০২১ইং পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪৪ হাজার ৫ শত ১২ জন। এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ শবিবার ৫ জুন ২০২১ইং পর্যন্ত ১ লক্ষ ৪৭ হাজার ৪ শত ৮ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে আজ শনিবার ৫ জুন ২০২১ইং পর্যন্ত ৯৮ হাজার ৬ শত ৫৯ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। অন্যদিকে করোনা ইউনিটে আজ শবিবার ৫ জুন সকাল ৮টা পর্যন্ত ৯ হাজার ৬৫ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৫ হাজার ১৫ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ২ শত ৫০ জন। বর্তমানে ভর্তি আছেন ৮২ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার। সার্বিক তত্ত্বাবধানে মিডিয়া সেল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here