বিশ্ব শান্তি সূচকে ৯৭তম অবস্থানে বাংলাদেশ

0
273
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বিশ্ব শান্তি সূচকে গত বছরের চেয়ে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৬৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম।
নাগরিকদের জীবনের নিরাপত্তা ও সুরক্ষা, চলমান সংঘর্ষ এবং সামরিকায়নের ওপর ভিত্তি করে প্রতি বছর এই তালিকা প্রকাশ করে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস-আইইপি।
সূচকে ভারত ১৩৯তম এবং পাকিস্তান ১৫২তম স্থানে রয়েছে। এ বছর সবচেয়ে শান্তিপূর্ণ দেশের মর্যাদা পেয়েছে আইসল্যান্ড। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখেছে দেশটি। এরপরই রয়েছে নিউজিল্যান্ড, পর্তুগাল, অস্ট্রিয়া এবং ডেনমার্ক।
তবে, তালিকায় সবচেয়ে অশান্ত দেশ হিসেবে রয়েছে আফগানিস্তান। এদিকে আইইপি’র মতে, বিশ্বে সার্বিক শান্তি পরিস্থিতির অবনতি হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here