বুড়িগঙ্গার ওপারে জেগেছে নতুন প্রাণ

0
126
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :বুড়িগঙ্গার যৌবন ভাটা পড়েছে বহু আগে। দখল-দূষণে প্রাণ যায় যায় নদীর। কিন্তু ঢাকার প্রাণ এ নদীকে ঘিরে শুরু হওয়া কর্মযজ্ঞ থেমে নেই। বুড়িগঙ্গার এক তীরে তিলোত্তমা ঢাকা, অন্য তীরে কেরানীগঞ্জ উপজেলার আগানগর ও শুভাঢ্যা ইউনিয়ন। আগানগর ও শুভাঢ্যায় আশির দশক থেকে সীমিত পরিসরে শুরু হয় তৈরি পোশাক কারখানা। শুরুটা হয়েছিল পুরোনো কাপড় জোড়াতালি দিয়ে। বুড়িগঙ্গার পাড়ে দূরদূরান্ত থেকে ঝুট কাপড়ভর্তি নৌযান আসত। আশপাশের লোকজন সেগুলো পুঁজি করেই ব্যবসা শুরু করেন। থাকতেন ছোট ছোট বাঁশের ছাপরায়। এখন সেখানে বড় বড় দালান। দক্ষিণ কেরানীগঞ্জ, পূর্ব আগানগর গুদারাঘাট, আগানগর ছোট মসজিদ, চরকালীগঞ্জ ও খেজুরবাগ এলাকা মিলিয়ে প্রায় দুই কিলোমিটারজুড়ে এখন ছোট-বড় পোশাকশিল্প কারখানা। গড়ে উঠেছে তিন শতাধিক ছোট-বড় মার্কেট। ছোট ও মাঝারি আকারের পোশাক কারখানাসহ রয়েছে প্রায় ১০ হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান। এর মধ্যে মালিক সমিতির নিবন্ধিত সদস্য ছয় হাজার। ঈদকে ঘিরে পোশাকশিল্পের বড় এই জনপদ জেগে থাকে রাত-দিন।
গত দুই বছর ঈদের আগে করোনার চোখ রাঙানিতে কারখানা-দোকান খুলতে পারেননি ব্যবসায়ীরা। বড় অঙ্কের লোকসান গুনেছেন। দিনে দিনে ভারী হয়েছে ঋণের বোঝা। স্বপ্ন ভাঙা ব্যবসায়ীরা আশায় ছিলেন সুদিনের। অবশেষে সেই সুদিন ধরা দিয়েছে। পোশাকপল্লিতে যে ‘ঈদ’ চলছে তার প্রমাণ মিলেছে গত বৃহস্পতি ও শুক্রবার সরেজমিন ঘুরে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পাইকাররা আসছেন। ঘুরে ঘুরে কিনছেন পছন্দসই পোশাক। বেচাকেনাও বেশ। শুধু মার্কেট কিংবা দোকান নয়, ফুটপাতও বাদ যায়নি বেচাকেনার এই আয়োজনে। ব্যবসায়ীরা বলছেন, এই বেচাকেনার হাট সরগরম থাকবে ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাত পর্যন্ত। তবে পাইকারদের আনাগোনা কমে যাবে ২৫ রমজানের পর।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here