বেগম জিয়ার আইনজীবী এড. সানাউল্লাহ মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন

0
241
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস: ঢাকা বারের সাবেক সভাপতি বিএনপি’র নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়া আর বেঁচে নেই। তিনি গত ২৭ মার্চ শুক্রবার রাত ৯টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ পুত্র ২-কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শিবপুর তথা নরসিংদী সর্বস্তরের জনগণের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিএনপির শত শত নেতাকর্মী ও সমর্থক করুণা ভাইরাসের ভীতি উপেক্ষা করে তার গ্রামের বাড়ি শিবপুর দক্ষিণ কারারচর গ্রামে ভিড় জমায়। এর আগে মরহুমের লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে তার আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়ে। শনিবার বাদ জোহর দক্ষিণ কারারচর খাসমহল ঈদগাহে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় । জানাজায় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপি নেতা ফেরদৌস আহহ্মেদ খোকন, শিমুল বিশ্বাস, লে: কর্ণেল (অব) জয়নুল আবেদিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, মান্নান ভূঁইয়া পরিষদ নেতা আরিফুল ইসলাম মৃধা। আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুরের এমপি জহিরুল হক মোহন সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান। মরহুম এডভোকেট সানাউল্লাহ মিয়া ১৯৬০ সালে শিবপুর উপজেলার দক্ষিণ কারারচর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খালেক মিয়া। স্থানীয়ভাবে তিনি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষে ঢাকায় গিয়ে আইনের উপর লেখাপড়া করেন। আইন পেশায় প্রাথমিকভাবে তিনি ঢাকা বারে যোগ দেন। পরে তিনি ঢাকা বারের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওয়ান ইলেভেনের সময় তিনি বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের মামলা পরিচালনা করেন। বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনা করে তিনি দেশের আইনজীবীর সমাজে প্রসিদ্ধি অর্জন করেন। পরিচিতি লাভ করেন সারাদেশের কোটি কোটি মানুষের কাছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের কমবেশি ২৫ হাজার মামলা তিনি পরিচালনা করেন। বিএনপি’র সাধারণ নেতাকর্মীদের মামলা পরিচালনা করে তিনি বিএনপি মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। রাজনৈতিকভাবে তিনি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহŸায়কের দায়িত্ব পালন করেন। হেফাজতে ইসলামের মামলার সময় তিনি আল্লামা বাবুনগরী এবং মাওলানা মামুনুল হকের মামলা পরিচালনা করে দেশের আলেম সমাজের কাছে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here