বেশি বেশি টেস্ট করে আক্রান্ত রোগীদের আইসোলেশনে নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

0
198
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সারা দেশে বেশি বেশি টেস্ট করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘টেস্ট যত বেশি করা যাবে তত বেশি রোগী শনাক্ত হবে। আক্রান্ত রোগীদের দ্রুতই আমরা আইসোলেশনে নিতে পারবো। তাহলে নতুন করে আর শনাক্ত হবে না।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য জানানোর সময় স্বাস্থ্যমন্ত্রী এ আহ্বান জানান।
জাহিদ মালেক বলেন, ‘করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১১২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ জনে। এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও একজন মারা গেছে। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।’
জাহিদ মালেক বলেন, ‘চীনের অ্যাম্বাসেডর বাংলাদেশে একটা আয়োজন করেছেন। কীভাবে তারা চীনে মোকাবিলা করেছে সেই বিষয়টি তারা জানিয়েছে। আমরা সেখান থেকে কিছু অ্যাডভাইস গ্রহণ করেছি। সেই অনুযায়ী ইতিমধ্যেই আমরা কাজ করছি। তাদের সবচেয়ে বড় বিষয়টি বলেছে যে আমাদেরকে এখন ঘরে থাকতে হবে। ঘরে থাকুন, ভালো থাকুন এবং আমাদেরকে বেশি বেশি করে পরীক্ষা করতে হবে। এটিই তাদের মূল ম্যাসেজ ছিল। অর্থাৎ ঘরে থাকলে বেশি সংক্রমিত হবেন না, নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন।’
বেশি বেশি টেস্ট করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টেস্ট যত বেশি বেশি করা যাবে তত বেশি আমরা রোগী শনাক্ত করবো এবং আইসোলেশনে নেব। তাহলে নতুন করে আর শনাক্ত হবে না।
‘আমরা একটা নতুন খবর দিচ্ছি যে আমরা আইসোলেশন সেন্টার বাড়াচ্ছি’ যোগ করেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমার মূল ম্যাসেজ, মাননীয় প্রধানমন্ত্রী ম্যাসেজ “ঘরে থাকুন, ভালো থাকুন”। “ঘরে থাকুন, ভালো থাকুন এবং টেস্ট করুন। নিজে বাঁচুন, অপরকেও বাঁচান।“ এটিই আমাদের আজকের মূল কথা।’
বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। গতকাল বুধবার শনাক্ত হয়েছিল ৫৪ জন। তার আগের দিন শনাক্ত হয় ৪১ জন। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here