ব্যবসায়ীদের সকল দাবীই পর্যায়ক্রমে আলোচনা সাপেক্ষে পূরণ করা হবে —শিল্পমন্ত্রী

0
220
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস: শনিবার রাতে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র আয়োজনে মাননীয় শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এর সংবর্ধনা ও নব-নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও ব্যবসায়ীদের মিলন মেলায় প্রধান অতিথির ভাষণে শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ বলেন,আপনারা ব্যবসায়ীরা বাংলার সফলতার ইতিহাস। দেশের উন্নয়নে আপনাদের সকল ধরণের সুযোগ সুবিধা দেওয়া হবে। তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সকল সমস্যা সম্পর্কে অবগত আছেন। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, ব্যবসায়ীরা একটি দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। সে কথা চিন্তা করে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধানে প্রয়োনীয় পদক্ষেপ নিবেন। নরসিংদীর ব্যবসায়ীদের সমস্যা আমি শুনেছি। প্রধানমন্ত্রীর কাছে আমি এসব সমস্যা তুলে ধরব। আমি আশা করি তিনি আমার কথা ফেলবেন না। তিনি নরসিংদীতে প্রধানমন্ত্রীর সাড়ে ১০ হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট ‘বঙ্গবন্ধু সারকারা’ স্থাপনের কথা উল্লেখ করে বলেন,এশিয়ার মধ্যে এটা হবে সর্ববৃহৎ সার কারখানা। প্রতিদিন এতে তিন হাজার টন সার উৎপাদন হবে।
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আলী হোসেন শিশির এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিল্পমন্ত্রীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আব্দুল কাদির মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশের এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, শিবপুরের এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক, চেম্বারের উপদেষ্টা আলহাজ্ব হেলাল মিয়া প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী মহোদয়ের সহধর্মিনী, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সূর্য্যকান্ত দাস, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, পুলিশ সুপারের সহধর্মিনী, শিল্পমন্ত্রী মহোদয়ের পুত্র মাঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল পারভেজ মন্টি, সিআইপি মোশারফ হোসেন, নরসিংদী জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, চেম্বার অব কমার্সের সাবেক ও বর্তমান সভাপতি পরিচালকবৃন্দ সহ চেম্বারের সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here