“ব্র‍্যান্ডিং বাংলদেশ” ভিডিও প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

0
151
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে “ব্র‍্যান্ডিং বাংলদেশ” সারা দেশ ব্যাপী আয়োজন করে ভিডিও প্রতিযোগিতা। মোবাইল ডিভাইস দিয়ে ১ থেকে ৫ মিনিটের মধ্যে দেশের ট্যুরিজম সম্ভাবনাময় অপ্রচারিত দর্শনীয় স্থান, সংস্কৃতি ও ঐতিহ্য ভিডিও ধারন করার মাধ্যমে প্রতিযোগীগন অংশগ্রহণ করে। যার গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হয় গতো ২৬ ডিসেম্বর। ঢাকার উওরায়, উত্তরা ফ্রেইন্ডস ক্লাবে আয়োজিত এই ইভেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ইন্টারন্যাশনাল ট্যুরিজম কনফেডারেশনের চেয়ারম্যান নজরুল ইসলাম লেলিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলদেশ ট্যুরিজম ডেভলাপারস এসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট এম কে আজাদ মিলন। আয়োজনের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ট্রাভেল রাইটার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট আশরাফুজ্জামান উজ্জ্বল। ট্রাভেল লিংক এর সিইও সাজেদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উওরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান ডলার সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সন্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গ্রীন হাট কম্পানির পার্টনার রিজবী আহম্মেদ। প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করেন যৌথভাবে জয়পুরহাট থেকে ফাহিম শাহারিয়ার ও ব্রাক্ষনবাড়িয়া থেকে মাহমুদ আলম নিরব। দ্বিতীয় স্থান ময়মনসিংহ থেকে নিয়াজ আহম্মেদ রুদ্র তৃতীয় স্থান নোয়াখালি থেকে সাজ্জাদুর রশিদ খান ৪র্থ স্থান ঢাকা দোহার থেকে হাফিজুর রহমান। ৫ম স্থান চট্টগ্রাম থেকে জাহাঙ্গীর লুসাই। ষষ্ঠ স্থান ব্রাক্ষনবাড়িয়া থেকে শুভ ৭ম স্থান লক্ষীপুর থেকে নেওয়াজ রউফ ৮ম স্থান ঢাকা থেকে নাতাশা বাদশা ৯ম স্থান মাদারিপুর থেকে মেহেদি হাসান নিরব ১০ স্থান গাজিপুর থেকে তাওহীদ। সবচেয়ে বেশি লাইক, কমেন্ট ও শেয়ার হয় প্রতিযোগী রাসনা শারমিনের ভিডিও। বিশ্বরঙের সৌজন্যে তার জন্যে রয়েছে গিফট হেমপার বিশেষ উপস্থাপন শাখায় পুরষ্কৃত হন রহিম। সেরা তিন জনের জন্য রয়েছে বাংলাদেশের খ্যাতিমান চেইন ফ্যাশন ব্রান্ড বিশ্বরঙের সৌজন্যে গিফট হেমপার। ইনভেন্ট ক্রাফটস সেরা দশ ও সকল অতিথি বৃন্দদের মাঝে উডেন ক্রাফটেড বিশেষ গিফট প্রদান করে। রিলায়েন্ট গ্রুপ, কাতার সেরা তিন জন কে ক্রেস্ট প্রদান করে। গ্রিন হাটের সৌজন্যে ছিল সেরা তিন জনের জন্য পাটের তৈরি বিশেষ ব্যাগ। এছাড়া ট্রাভেল লিংক, জেকে ফ্যাশন ও হানিস বাস্কেট এই আয়োজনের এসোসিয়েট পার্টনার হিসেবে ছিলেন। কক্সবাজার কল্লোল হোটেল প্রথম পুরষ্কার হিসেবে দুই দিন তিন রাত অবস্থান করার সুযোগ প্রদান করবে। ঢাকা ক্রুজ সেরা দের মধ্য থেকে দুই জনের জন্য মধ্যাহ্ন ভোজ সহ সারা দিনের জন্য প্রমোদ তরী ভ্রমনের আয়োজন করবে। এছাড়া সেরা দশ জন বিজয়ী দের ফ্রি ভিডিও মেকিং ওয়ার্কশপ এর আয়োজন করবে এশিয়ান ইন্সটিটিউট অব মিডিয়া এন্ড কমিউনিকেশন। ক্লিক ম্যাগাজিন এই আয়োজনের ম্যাগাজিন পার্টনার হিসেবে সম্পৃক্ত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে ” ট্যুরিজম একটি আর্ট তরুন সমাজ এই আর্ট কে রপ্ত করে হয়ে উঠতে পারে আর্টিস্ট । তরুন সমাজের মাঝে বাংলাদেশের এই সম্ভাবনা কে ছড়িয়ে দিতে হবে। ব্রান্ডিং বাংলাদেশের ফাউন্ডার শামছ শাহিন বলেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ট্যুরিজম কে ছড়িয়ে দেওয়া ও তরুন সমাজের মাঝে স্যোসাল মিডিয়ার ইতিবাচক ব্যবহার ই ছিল এই আয়োজনের লক্ষ্য ” এই আয়োজনের ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টনার ত্রিপল কে প্রমোশনের কর্ণধার আরিফ আমান ভুইঞা বলেন বাংলাদেশের একটি সম্ভাবনাময় সেক্টর ট্যুরিজম সম্পৃক্ত একটি ইভেন্টে আমাদের সম্পৃক্ততায় আমরা আনন্দিত । দেশের ট্যুরিজম শিল্পের বিকাশে যে কোন আয়োজনে ত্রিপল কে প্রমোশন পাশে থাকবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here