ভারত থেকে আসল ১৭১ টন আলু

0
25
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় ৭টি ট্রাকে করে ১৭১ মেট্রিক টন আলু বাংলাদেশ আসে।
স্থলবন্দরের উদ্ভিদ সংগোনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সমির ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আলুর বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এরই পরিপ্রেক্ষিতে বুধবার পর্যন্ত একজন আমদানিকারক ১৭১ মেট্রিক টন আলু আমদানি করেছেন।
সমির ঘোষ বলেন, বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে আমদানির পরিমাণ আরও বাড়তে পারে। আলু আমদানিতে দেশের বাজার স্বাভাবিক থাকবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, গত সোমবার (১৮ মার্চ) পর্যন্ত ৪৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ বন্দরের ৩৩ জন আমদানিকারক এই পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here