ভারত সরকারের উপহার: অ্যাম্বুলেন্সের প্রথম চালান বাংলাদেশে

0
91
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারত সরকারের দেওয়া ১০৯টি অ্যাম্বুলেন্সের প্রথম চালান এসে পৌঁছেছে বাংলাদেশে। মঙ্গলবার (২৩ মার্চ) উপহারের প্রথম চালানের অ্যাম্বুলেন্সটি বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করবেন মোদি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগে ও পরে পর্যায়ক্রমে বাকি অ্যাম্বুলেন্সগুলো এসে পৌঁছাবে। এ বিষয়ে উত্তরা মোটরসের কর্মকর্তা জাকারিয়া ইমতিয়াজ জানান, রবিবার আসা অ্যাম্বুলেন্সটি বেনাপোল বন্দরের শেডে রাখা হয়েছে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এটিকে ঢাকায় নেওয়া হবে। বাকি ১০৮টি অ্যাম্বুলেন্সও পর্যায়ক্রমে বাংলাদেশে আসবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here