ভাসানীকে তুচ্ছ তাচ্ছিল্যকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে… কমরেড সামাদ

0
122
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ):মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করছে তারা একদিন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে দাবি করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ডা: এম. এ. সামাদ।
আজ ১৫ নভেম্বর ২০২০ রবিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) শাহজাহানপুর থানার উদ্যোগে মওলানা ভাসানীর ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে “মওলানা ভাসানী ও আমরা অকৃতজ্ঞ জাতি শীর্ষক আলোচনা সভায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কমরেড ডা: এম. এ. সামাদ বলেন, “একটি শ্রেণী পরিকল্পিত ভাবে ইতিহাস দখলে নিতে মওলানা ভাসানীকে অস্বীকার করছে। ইতিহাসের একরৈখিক ও একদলীয় বয়ান প্রতিষ্ঠা করছে। অথচ মজলুম জননেতা মওলানা ভাসানীই প্রথম পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলে বিদায় জানিয়েছিলেন। ৫২’র ভাষা আন্দোলনের নেতৃত্ব ‘সর্বদলীয় সংগ্রাম পরিষদ’র সভাপতি ছিলেন তিনি, তিনিই আবার ৬৯’র গনঅভ্যুথানের অবিসংবাদিত নেতাও। দীর্ঘ এক দশকের আইয়ুব খানের শাসনকে কাঁপিয়ে দেয়া ছাত্র-কৃষক-শ্রমিক রাজনীতির প্রতীক ছিলেন তিনি।”
তিনি আরও বলেন , “আজকের দিনে মওলানা ভাসানী আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে আগের চেয়ে বেশি প্রাসঙ্গিক। আমাদেরকে তাঁর আদর্শে ঐক্যবদ্ধ হতে হবে।”
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র শাহজাহানপুর থানা কমিটির সভাপতি কমরেড আলাউদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কমরেড সরোয়ার, কমরেড বাবুল, বিধান দাস, কমরেড মোখলেছুর রহমান, কমরেড সবুজ মিস্ত্রী, ছাত্রনেতা কমরেড আদিত্য রহমান সুমন সহ পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here