ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে গাজীপুর নগর কর্তৃপক্ষের ব্যাপক প্রস্তুতি

0
289
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আগামী ২২ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস দেবে গাজীপুর সিটি করপোরেশন। এ উপলক্ষে ইতিমধ্যে ব্যাপক প্রচারণা শুরু করেছে নগর কর্তৃপক্ষ। গতকাল বুধবার নগর ভবনের হলরুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২২ জুন, ২০১৯ খ্রি. ‘‘মাইক্রোপ্ল্যান’’ সম্পর্কে সাংবাদিকদের অবহিতকরণের আয়োজন করে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে.এম রাহাতুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রহমত উল্লাহ সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় তারা জানান, সিটি করপোরেশনের ১ ও ৪ নম্বর জোনের ২৭টি ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস বয়সী সাড়ে ১১ হাজার শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮৮৫৯৩টি শিশুকে মোট ২৫৯টি কেন্দ্রের মাধ্যমে টিকা দেওয়া হবে। এছাড়া বাসস্ট্যান্ড ও রেলস্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েণ্টে আরো থাকছে ১৩টি মোবাইল কেন্দ্র, ৬টি স্থায়ী কেন্দ্র ও ৭টি ভ্যাকসিন ব্যাংক। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও গাজীপুর সিভিল সার্জনের কার্যালয়ে চিকিৎসকদের ২টি জরুরি টীম ভিটামিন গ্রহণোত্তর সম্ভাব্য পার্শ¦প্রতিক্রিয়া মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে। প্রথম সারির মোট ৫৪ জন সুপারভাইজার, ২য় সারির ৬ জন সুপারভাইজার, ১১৩ জন স্বাস্থ্যকর্মী ও ৫১৮ জন স্বেচ্ছাসেবী এ টিকাদান কর্মসূচীতে অংশ নেবে। নগরির বাকি ৩০টি ওয়ার্ডে গাজীপুর সিভিল সার্জনের নির্ধারিত স্বাস্থ্যকর্মীরা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচী বাস্তবায়ন করবে।
অনুষ্ঠানে গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস.এম রিপন শাহ, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here