ভুল্লী থানা অনুমোদন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এলাকাবাসীর আনন্দ মিছিল

0
223
728×90 Banner

মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ অনেক প্রতিক্ষা, অপেক্ষা, আশা, ভরসার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নে নিকারে পাশ হয়েছে ভুল্লী থানা। ঠাকুরগাঁও সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘ভূল্লী থানা’ নিকার সভায় অনুমোদন হওয়ায় এলাকাবাসী ব্যাপক উৎসাহ-উদ্বীপনায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। মঙ্গলবার দুপুরে ভূল্লী বাজার এলাকায় ‘ভূল্লী থানা’ অনুমোদন হওয়ায় এলাকাবাসী আনন্দ মিছিল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে আলোচনা সভা আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, দপ্তর সম্পাদক ও ভুল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, জেলা কৃষক লীগের সভাপতি সরকার আলাউদ্দীন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, ৫নং বালিয়া ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী মুক্তি, আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, শুখানপুকুরী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, দেবীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বড়গাঁও ইউপি সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমেদ চৌধুরী রিংকু প্রমূখ। বক্তরা ভূল্লী থানা নিকার সভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। গত বছরের ২৯ মার্চ ঠাকুরগাঁও বড় মাঠে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যের এক পর্যায়ে ভুল্লিকে থানা করার ঘোষণা দেন। উপরোক্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত নিকার বৈঠকে ভুল্লী থানা অনুমোদিত হয়।
উল্লেখ্য,বিগত কয়েক বছর ধরে ভুল্লীর সাধারণ জনগণ ভুল্লীকে পৃথক থানার দাবিতে আন্দোলন শুরু করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here